Showing posts with label অঞ্জনা চক্রবর্তী. Show all posts
Showing posts with label অঞ্জনা চক্রবর্তী. Show all posts

Wednesday, June 3, 2020

মানুষ খুঁজি - অঞ্জনা চক্রবর্তী

'মন'  আছে  কি  তোমার? 
বিচ্ছিন্ন  পৃথিবীতে 
টবের  গাছ  মুখ  থুবড়ে  পরে।
 একাকিত্ব  কান্নায় 
সেও  খোঁজে  মন ... ভালো  একটা  মন।
যত্ন  চাই  নরম  হাতের  স্পর্শ 
জল  মাটি  আদর  দিলেই  তবে  পাবে  ফুলের  গন্ধ।
মানুষ , আছে  কি  তোমার  একটু  সময়  
প্রেমে  পড়ার? 
প্রেমে  তো  পড়া  নয়, প্রেমে যে উন্মুক্ত  সোপানে 
চরৈবেতি  আনন্দে, উর্দ্ধগামী  মানবতায় 
সোহাগ  সান্নিধ্যে  সহযাত্রী  হয়।
সে প্রেম  নয় , শুধু  যৌনতায়,  শরীর  পেতে  চায় 
সেখানে  মানব  দানব  হয় 
ফুল  ধর্ষিত  অহরহ এমন  সভ্যতায়... 
প্রেমে  ব্যথা  জাগায়... মানুষ  যে  আর  মানুষ  নয় 
হিংস্রতায় , কামুক  মনস্তত্ত্বের তকমাতে
ফুলের  টব  ভেঙে  চৌচির, ফুল  প্রাণ  হারায় । 
 
মানুষ  খুঁজি আমি .... আছে  কি  মন? 
না  দৌহিক  চাহিদা  সর্বক্ষণ !
সুন্দর  দৃষ্টি, অনবদ্য  সৃষ্টি , কথোপকথনে  কৃষ্টি 
প্রেম  জাগায়  মনে , প্রেম  পরিস্ফুটিত ঐ  টবের  গাছে।
 
অঞ্জনা  চক্রবর্তী
 
 
কবি পরিচয় :  অঞ্জনা  চক্রবর্তী  লিখছেন  সেই  শৈশব  কাল  থেকে  |ছোটবেলা  থেকেই  সাহিত্য  চর্চার  প্রতি  তাঁর  অদম্য  আগ্রহ |পেয়েছেন উৎসাহ বাবা  মা , স্বামী , সেন্ট জেভিয়ার্স  স্কুলের  শিক্ষিকা  বিনীতা  দত্ত , হামাগুড়ির  বন্ধুর  স্ত্রী  ইউনিভার্সিটিতে  কর্মরতা  অনুরাধা  সরকার , আর  পাঠক  কুলের কাছ  থেকে |ইংরেজি  সাহিত্যর  মাস্টার ডিগ্রী  আর চিরকাল  ইংরেজি মাধ্যমের  পড়াশোনা ও কর্ম জীবন  কাটিয়েও  বাংলা  সাহিত্যের  প্রতি  দুর্বলতা  আর গোপন  নেই |পুরাতন  ঘটনা  থেকে  শুরু করে বর্তমান  কালের  গতি  প্রকৃতি সব  কিছুর  ছাপ  পাওয়া  যায় তাঁর  কবিতায় |
পড়ুন  ভালো  লাগবে। ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইলো।