Showing posts with label মৌসুমী রে. Show all posts
Showing posts with label মৌসুমী রে. Show all posts

Wednesday, June 17, 2020

অসুখ করেছে - মৌসুমী রে

গাছেদের আজ অসুখ করেছে -
সবুজ নেই ওদের পাতা,
বিবর্ণ পাতার করুণ আর্তনাদ
শুনে তোমরা কালা?
ঝরা পাতার মর্মর ধ্বনি
পাও না শুনতে?
ওদের যে বড় কষ্ট
শ্বাস নিতে পারছে না,
অনেক ডেকেছে তোমাদের -
আর পারছেনা ...
গভীর অন্ধকার ওদের চোখে

কেউ শুনল না ওদের আরতি,
ওরাই যে দু'হাতে আগলেছিল,
সভ্যতার ঝড়ে অন্ধ হয়ে
উন্নতির চাকা ছাড়া কিছু দেখলে না
ওরাই যোগাত তোমাদের অক্সিজেন,
ওরাই দেয় ছায়া পথিককে
তবু লোভ আর মিথ্যে প্রগতিতে
কুঠার হেনে গেছ ওদের বুকে
রক্তাক্ত গাছ তবুও জড়িয়ে মাটি
আঁকড়ে ধরেছিল শেকড় দিয়ে -
কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব মানুষ
তুলে গেছে উচ্চ অট্টালিকা,
বানিয়েছে কারখানা,
উদযাপন করেছে প্রলয়ের

চাহিদার আকাশ ছুঁতে গিয়ে
আজ হারাচ্ছে জীবন,
ক্রুদ্ধ প্রকৃতি সগর্জনে
নেমেছে আজ ধ্বংসযজ্ঞে
প্রলয়ের এই সংহারী রুপের কাছে
আমরা শিশু, চির পরাজয়ী

Friday, June 12, 2020

সেদিনটার অপেক্ষায় - মৌসুমী রে

গা ঘেঁষাঘেঁষি করে বাজার করার,
বন্ধুকে জড়িয়ে ধরার,
অকারনে হেসে ওঠার,
দৌড়ে বাইরে যাবার
অপেক্ষা আর অপেক্ষা ...

ঘুরে বেড়াতে চাই বাসে, মেট্রোয়,
গ্যালোপিং ট্রেনে বসে স্টেশনে
না থেমে চলার সাক্ষী হব,
রাস্তার ধারের জামা কাপড়ের পশরায়
হঠাৎ একটু কুতূহলী দৃষ্টি দেবো ।

লাফাবো বোল্ডারের ওপর,
গাছের তলায় জিরাবো।
ঝাঁকামুটের মাথায় ঝাঁকি থাক,
টুংটাং আওয়াজে ঠেলাগাড়ি এগিয়ে যাক।

মন্দিরের গলিতে ফুল, মিষ্টি
বিক্রির ব্যস্ততা কতদিন দেখা হয়নি।
ডাবওয়ালার ডাব কাটাও
দেখা হয়নি অনেকদিন।

মাঠে আনন্দে লুটোপুটি করে
মাখবো ধুলো,
সেওপুরি খাওয়ার সময়
আবেশে চোখ বন্ধ করব।

ভিড় রাস্তায় জনঅরণ্যে
মিশে যাবো সেদিন
ভীষণভাবে অপেক্ষায় সেদিনটার ...
সেদিনটার ...।

************.************
মৌসুমী রে


কবি পরিচিতি

কবি মৌসুমী রে পৈতৃক নিবাস বার্নপুরপশ্চিম বর্ধমান। অধুনা মুম্বাইমহারাষ্ট্র নিবাসী স্থানীয় সংবাদপত্রে ফ্রিলান্স সাংবাদিক হিসেবে জীবন শুরু করে বিদ্যালয়ে অংক, অর্থনীতি এবং কম্পিউটার পড়ান কম্পিউটার প্রোগ্রামারের কাজ করেন চোদ্দ বছর। আপাতত স্বেচ্ছা অবসর নিয়ে লেখার জগতের সাথে সক্রিয় ভাবে যুক্ত। ফেসবুকে লেখালেখি প্রায় দেড় বছর। নিয়মিত নানান পত্রিকায় কবির লেখা প্রকাশিত হয়। বিভিন্ন সংস্থা থেকে সম্মান প্রাপ্ত। বাচিক শিল্পী হিসেবেও কাজ করছেন। সখ বই পড়া, আবৃত্তি করা, রান্না করা