Showing posts with label কবি শাহিনা খাতুন. Show all posts
Showing posts with label কবি শাহিনা খাতুন. Show all posts

Saturday, May 16, 2020

আমি ভালো নেই–শাহিনা খাতুন

কবি- শাহিনা খাতুন



চাঁদ সুরুজ আঁকাশ মাটি
আছে সুন্দর হয়ে নতুনের অপেক্ষায়
আমি পুরাতন হয়ে যাই।
আমার চোখ ঝাপসা হয়ে আসে
শ্রবণশক্তি কমে যায়
দুঃখের ভারে নুয়ে পড়া মন
অকারণ ভালবাসা খুঁজে বেড়ায়
শিশু বেলাকার মতো শুধু গ্রাহ্যের প্রহর
ফিরে পেতে ভারাক্রান্ত হয়ে যায় সব।
ভালো থেকো চাঁদ আমি ভালো নেই
ভালো থেকো আঁকাশ আমি ভালো নেই
ভালো থেকো সুর্য আমি ভালো নেই।


গাছটাও মরে গেছে - কবি শাহিনা খাতুন



যে দুঃখ পেয়েছে ঐ বুড়ো বটগাছ
তার নিরাময় কী
যে বাউল দুমুঠো ভাত চায়নি কোনদিন
তবুও মনের আনন্দে গান গেয়ে হেঁটে গেছে
তার লম্বা চুল অথবা খোঁপার ভেতর
কী এমন ভয় ছিল বলতে পার?
উত্তর জানা নেই
আহারে বকুলের ফুল!
তুমি শুকিয়ে যাওয়ার পরও গন্ধ বিলাও।
শীর্ণা নদীর ধারে কেঁদেছে পথিক
তার কোন ঘর নেই।
মহাজন মাথা গুনে নিয়ে গেছে তিনবার
মরে যাবার ভয়ে আড়াল খুঁজে নেওয়া
গাছটাও মরে গেছে
আজ সবটুকু নালিশ আমার নদীর কাছে
ও আমার পদ্মা নদী তুমি কি পদ্মাবতী?
নাকি আমার মা
সেবার কর্কট রোগে মা চলে গেছে
তারপর কতদিন মা বলে ডাকিনি
আজ মা বলে ডেকে ডেকে পরান জুড়াবো
আমার ভালবাসার খবর রাখেনা কেউ
কোন এক মহাকাব্যের পাতায়
আমার ভালবাসার কথা লিখে রেখো।

লেখক: কবি শাহিনা খাতুন