Showing posts with label নচিকেতা চক্রবর্তী. Show all posts
Showing posts with label নচিকেতা চক্রবর্তী. Show all posts

Wednesday, January 22, 2020

অনির্বাণ

অনির্বাণ আমার বন্ধু।
 অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল,
 তখন সময়টা ছিল বড় অদ্ভুত!
 আমরা হাইওয়ের উপর দিয়ে, অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি;
 লাল আকাশ, সন্ধ্যে হয়ে আসছে-দুপাশে ফাঁকা মাঠ
 আমরা চা খাব বলে গাড়িটা দাঁড় করিয়েছি
 একটা বিচ্ছিন্ন দ্বীপের মত চায়ের দোকানে;
 এমন সময় দেখতে পেলাম, লাল আকাশকে পেছনে রেখে,
 একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে।
 আমার সামনে এসে দাঁড়িয়ে বললঃ 'চিনতে পাচ্ছিস'?
 আমি বললামঃ 'না'।
 ও বলেঃ 'ভালো করে দেখ'।
 আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম-
 আমার বন্ধু অনির্বাণ।
 আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মত ভেসে উঠছে।
 আমি ওকে প্রশ্ন করলামঃ 'অনির্বাণ, তুই এখানে!'
 ও বললোঃ 'তাইতো কথা ছিল বন্ধু। আমাদের তো এখানেই থাকার কথা ছিল।'
 আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।
 আমি খুব বোকার মত ওকে প্রশ্ন করলামঃ 'অনির্বাণ, কি করছিস এখন'?
 ও বললোঃ 'যা কথা ছিল বন্ধু; মানুষের মাঝখানেই আছি'।
 আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিনা। একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে।
 ও বললোঃ 'তোর দেরি হয়ে যাচ্ছে'।
 আমি গাড়িতে গিয়ে বসলাম।
 ও জানালার কাছে এসে বললোঃ 'এখন তো তোর নাম হয়ে গেছে-তুই তো বিখ্যাত হয়ে গেছিস! সুখেই আছিস, কি বল?'
 আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে,
 অনির্বাণ আমার জীবন থেকে বেড়িয়ে যাচ্ছে।
 অনির্বাণের শেষ কথা গুলো আজোও আমার কানে আলপিনের মত বেঁধে-
 সুখেই আছিস...
 সুখেই আছিস...

কবি- নচিকেতা চক্রবর্তী