Showing posts with label সুমন চট্টোপাধ্যায়. Show all posts
Showing posts with label সুমন চট্টোপাধ্যায়. Show all posts

Wednesday, January 22, 2020

ছুটি

তুমি বললেই হবে
 উল্টাবে কাজ পৃথিবীর আজ
 দারুণ অসম্ভবে।

 সূর্য উঠবে অস্ত যাবেনা
 রাত্তির আর পাত্তা পাবেনা
 এইতো সকাল সবে;

 তুমি বললেই হবে।

 ছুটবে ইঁদুর ধরতে বেড়াল
 বাঘের শ্বশুর হবেই শেয়াল
 ওলট পালট তবে;

 তুমি বললেই হবে।

 বোম্বেটে এক যুদ্ধ মন্ত্রী
 হবে বিলকুল শান্তিতন্ত্রী
 পায়রার কলরবে;

 তুমি বললেই হবে।

 আমি একমাস লিখবনা গান
 দেখবো দুজন নদীর উজান
 অনুভবে অনুভবে;

 তুমি বললেই হবে।

 চিনবেনা কেউ দুজনকে আর
 দু'খানি বেহালা অর্কেস্ট্রার,
 বাজায় হৃদয় দুটি,

 তুমি বললেই ছুটি।

কবি - সুমন চট্টোপাধ্যায়