Showing posts with label মোঃ ইবাদুল হাসান (ইবু). Show all posts
Showing posts with label মোঃ ইবাদুল হাসান (ইবু). Show all posts

Tuesday, April 14, 2020

থাকবেনা মানা - মোঃ ইবাদুল হাসান (ইবু)


বৈশাখী ঝড়ে উড়ে যাবে যন্তণা সব,
শেষ হবে যন্ত্রণা বিদগ্ধ মৃত্যুর তান্ডব।
নতুন বছরে আশার দোলায় বাঁধি বুক,
দেখা দেবে বুক ভরা নতুন আলোয় সুখ।
জোনাকিরা জ্বলে মিটিমিটি করবে খেলা
বৈশাখী আকাশে ভাসবে মেঘেদের ভেলা।
পূর্ণিমা চাঁদ রাতভর আলো আঁধারিয়া
মুখরিত ঘাটে ঘাটে পাড়ি দেবে খেয়া।
ধুয়ে যাক মুছে যাক যতো জরাজীর্ণতা
পৃথিবীতে আসবে শান্তি সুখের বারতা।
সবুজ পৃথিবীতে আবার মেলে দেবো ডানা
সমুদ্র স্নানে ভেসে যেতে থাকবে না মানা।
ঢাকা,১৪/০৪/২০২০ইং।

Friday, April 3, 2020

মৃত্যুপুরী - মোঃ ইবাদুল হাসান (ইবু)

জীবনের সাথে ঘিরে রয়
এখন মৃত্যুর ছায়া।
বিষাক্ত বাতাসের ছোবলে
আসে মৃত্যুর ছোঁয়া।
রাতের আকাশে নেই
জ্যোছনা আলোর ভেলা,
নিশুতি রাতে জোনাকিরা
করেনা মিটিমিটি খেলা।
নিশি পাওয়া কুকুরের
ভয়ার্ত ডাকে ডাকে
রাতের নিরবতা ভাঙ্গে
মৃত স্বজনের শোকে।
দেখেছো কি কেমন মৃত্যু
পৃথিবী কি মৃত্যুপুরী?
মৃত্যুর মিছিলে মিছিলে
কত শত লাশের সারি।
আধাঁর রাতে ডাকে পেঁচা,
ছাপিয়ে দুই ডানা,
অশনিসংকেত বলে দেয়
কখন মৃত্যু দেয় হানা!!
মোঃ ইবাদুল হাসান (ইবু)
 

Thursday, April 2, 2020

ধৈর্য - মোঃ ইবাদুল হাসান (ইবু)

                        মোঃ ইবাদুল হাসান (ইবু)
 
আশার আলো জ্বলবে বলে
তাকিয়ে থাকি রোজ,
মরণ ব্যধি যাবে সরে
থাকবে নাকো খোঁজ। 

বিশ্বজুড়ে কেন যে আজ
এমন আহাজারি, 
মরণ ব্যাধি প্রতিরোধে
সর্তকতা খুব জরুরী। 

নিজের ঘরে থাক সবাই 
একটু ধৈর্য ধরে, 
দেখবে তুমি মরণ ব্যধি
পালিয়ে যাবে দুরে।

দেশের মানুষ সবাই মিলে
মানলে নিয়ম ঠিক মতো,
সংক্রামিত হবেনা কেউ
হউক না ব্যমো কঠিন যতো।

সবাই মিলে একটু শুধু 
ধরতে হবে ধৈর্য, 
আসবে আবার সোনালী দিন
উঠবে নতুন সূর্য।

Monday, March 30, 2020

অনাহারী - মোঃ ইবাদুল হাসান (ইবু)

তোমরা যারা ঘরে বসে
করছো ভূঁরি ভোঁজ,
দিন মজুরের জীবন চলা
নিয়েছো কি খোঁজ।
ওদের এখন নেইতো কামাই
ওদের ঘরে শূন্য হাঁড়ি,
ক্ষিদের জ্বালায় জ্বলছে ওরা
থাকবে ক'দিন অনাহারী?
স্যাঁতস্যাঁতে ঘর বস্তিবাসী
জীবন বড় দুঃসহ,
ক্ষুধার জ্বালা মিটলে খুশী
আর কিছুতে নাই মোহ্।
দিন মজুরের দু'হাত এখন
অলস পড়ে থাকে,
কাজ কর্ম নেই যে এখন
কেউই না ওদের ডাকে।
গরীব দুঃখী যারা আছে
ওদের ঘরে ঘরে,
দিনাতিপাত করছে ওরা
কষ্ট ক্লেশ করে।
৩০/০৩/২০২০ ইং।
মোঃ ইবাদুল হাসান (ইবু)
 

Sunday, November 24, 2019

যাত্রী


দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
সোনালি ফসল হাসে,
সবুজের সমারোহে শীতল পরশে
সবুজেই থাকি বসে।

মেঘমালা ছুটে চলে অবিরাম
আপন খেয়ালের বশে,
ইচ্ছে করে ডানা মেলে উড়ে যাই
মেঘমালা মেঘেদের দেশে।
ভেজা মেঘ হয়ে মেঘে ভেসে
রইবো অনন্তকাল,
বৃষ্টির ফোটা হয়ে অঝোর ধারায়
ঝরিবে ব্যথার জল।
কুয়াশা জড়ানো ভোরের সকাল
শিশির কণা ঘাসে,
ভেজা পায়ে হাঁটোবোনা আর
ছায়া হবো অনায়াসে।
গোধূলি আকাশে দিগন্ত জোড়া
রক্তিম আভায় মিশে,
আঁধারের যাত্রী হয়ে মিলে যাবো
ফিরিবোনা আর দিনশেষে।


কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময়কাল ,ঢাকা, ০৮/০৯/২০১৯ ইং।

পেঁয়াজ


গিন্নী যখন বলছে হেঁসে
আনতে হবে পেঁয়াজ,
রমেশ তখন ডুকরে কাঁদে
হয়না কোন আওয়াজ।

পেঁয়াজ এখন ঝাঁজে বেশি
এইতো এখন দেশে,
তাইতো রমেশ অতি দুঃখে
কান্না ভুলে হাসে।
গিন্নীকে সে শাসিয়ে বলে
বুকে চেপে কষ্ট,
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এটাই কথা স্পষ্ট।
গিন্নী তাঁর বুঝ মানেনা
তেড়ে আসে দ্বিগুন,
পেঁয়াজ ছাড়া রাঁধবেনা সে
হউক না দামে আগুন।
করবে কি আর রমেশ বাবু
নিজের মাথা ঠোকে,
খিটখিটে তার মেজাজ নিয়ে
বিরবিরিয়ে বকে।



কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময়কাল, ০৬/১০/২০১৯ইং।

আলোর ঢল


বাবা তোমার ছোট্ট ফাহাদ
তোমার কাঁধে চড়ে,
খেলার ছলে স্বপ্ন ছিল
তোমার হাত ধরে।

তোমার কাঁধে বসে বসে
স্বপ্ন ছিল দু'চোখ ভরা,
একটি দেশের তারা হবো
খ্যাতি হবে বিশ্বজোরা।
কিন্তু বাবা শুনলো নাতো
বুঝলো নাতো ওরা,
তাইতো এখন তোমায় ছেড়ে
গভীর রাতের তারা।
তোমার কাঁধে লাশ হয়ে আজ
তোমার ফাহাদ চড়ে,
আমার ছায়া আকাশ ছুঁয়ে
রইবে দেশের তরে।
বাবা তুমি কাঁদবে নাতো
ফেলবে না আর জল,
তোমার ছেলে এইতো আমি
জ্যোসনা আলোর ঢল।





















কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময় কাল ,ঢাকা, ১১/১০/২০১৯ ইং।

অমানিশা


আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল
দুর সাগরে দেবো পারি,
স্বপ্নগুলো হারিয়ে এখন
আধার রাতে ভাসাই তরী।

ভোরের আলো দেয়না উঁকি
অমানিশা জীবন জুড়ে,
শরৎ মেঘের শীতল হাওয়ায়
হয়না ঘোরা উড়ে উড়ে।
গভীর রাতের তারার মেলায়
জ্বলছে আলো মিটি মিটি,
ইচ্ছে করে তারা মেলায়
তারার সাথে বাঁধি জুটি।
মেঘ বালিকা আপন মনে
যায় যে ভেসে হেঁসে হেঁসে,
ইচ্ছে হলে খেলার ছলে
বৃষ্টি হয়ে ঝরে শেষে।
মনের মাঝে লুকিয়ে থাকা
ইচ্ছেগুলো ভাবনা অলীক,
হারিয়ে এখন পথের দিশা
দিশেহারা পথের পথিক।

কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময়কাল, ঢাকা,১৪/১০/২০১৯ ইং।

বালু চর


এইতো আমার বুকের মাঝে,
বইছে বড় নদী,
সেই নদীতে ভেসে যেতাম
থাকতে কাছে যদি।

আমার অনেক স্বপ্ন ছিল
জোয়ার ভাটায় ধীরে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
ঢেউয়ের দোলার ভীড়ে।
অনেক দুরের শেষ সীমানায়
নদীর জলে ভেসে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
তোমায় ভালোবেসে।
সাগর নদীর মিলন যেথায়,
সেই মোহনার বাঁকে,
রইবো সেথায় দু'জন মিলে
গাঁঙচিলেদের ঝাঁকে।
কিন্তু এখন বুকের মাঝে
শূন্য বালু চর,
তোমায় নিয়ে ভালোবাসার
হয়না বাধা ঘর।
কবি- মোঃ ইবাদুল হাসান ( ইবু )
 
কবিতাটি লেখার সময়কাল ঢাকা, ২৪/১০/২০১৯ ইং।

মনে পড়ে


রাখালিয়া বাঁশির সুরের
মন জুড়ানো গান,
আমার গ্রামে ছড়িয়ে আছে
উচ্ছ্বলতার প্রাণ।

গ্রাম ছোঁয়া ঐ নীল আকাশে
সন্ধ্যা তারার মিটিমিটি,
এমনি করে হাজার তারার
আলোর ছোটাছুটি।
আকাশ জুড়ে চাঁদের আলো
জ্যোছনা ভরা রাতে,
আলোর সাথে দূরের পথিক
চলছে মেঠো পথে।
নদীর বুকে জ্যোছনা আলো
ঢেউয়ের দোলায় দোলে,
সাদা পালে নৌকা গুলো
চলছে আপন তালে।
মাঠের পরে মাঠ পেরিয়ে,
কুয়াশা ঢাকা ভোরে,
হয়না ঘোরা অনেক দিন আর
দিনগুলো যে অনেক মনে পড়ে।

কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময় কাল, ঢাকা,২৭/১০/২০১৯ইং।

শেষ বসতি


ইচ্ছে করে যাই চলে,
আমার প্রিয় গ্রামে।
শৈশবের সেই স্মৃতি গুলো,
কেবল পড়ে মনে।

শেষ বেলাতে সূর্য্য যখন,
ডোবার সময় হয়।
নদীর বুকে রঙ্গিন আভা,
ছড়িয়ে সে দেয়।
ঝিলিক জ্বলা আলোর ধারা,
পূর্ণিমা সে রাতে।
নদীর বুকে আপন মনে,
চলছে জলের স্রোতে।
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে
খেক শিয়ালের হাঁক,
মৌ মৌ সব গন্ধে ভরা
মৌমাছিদের চাক।
প্রজাপতি উড়ে বেড়ায়,
পদ্ম ফুলে ফুলে।
ফুলের সাথে করছে খেলা,
রঙ্গিন পাখা মেলে।
চলছে পথিক মেঠো পথে,
দূরের অন্য গাঁয়ে,
শিশির কণা জড়িয়ে থাকে,
ওদের দুটি পায়ে।
তাইতো আমার প্রিয় গ্রামে,
মনটা পড়ে রয়,
এই গ্রামেই যেন আমার,
শেষ বসতি হয়।
সংশোধিত

কবি- মোঃ ইবাদুল হাসান(ইবু)
 
  কবিতাটি লেখার সময় কাল- ঢাকা,১১/১২/২০১৮ইং।

পেঁয়াজ - ২


পেঁয়াজের ঝাঁঝে এখন নাকি
টিয়ার গ্যাসও ফেল,
সেই ঝাঁঝে দেশ জুড়ে তাই
কতনা শোরগোল।

পেঁয়াজ ছাড়া রাধঁতে বললে
চেঁচিয়ে বলে বউ,
পেঁয়াজ ছাড়া রান্না করে
দেখছে কখন কেউ?
এইতো সেদিন পটল বাবু
শুনে পেঁয়াজের দর,
সাথে সাথে তুললো পটল
শূণ্য করে ঘর।
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এটাই এখন জরুরি,
এই নিয়মে আসবে শান্তি
বাঁচবে টাকা পয়সাকড়ি।
তাইতো এখন সবার উচিত
নিয়ম মেনে চলা,
দেখবে তখন মরবে না কেউ
থাকবেনা চোখ জ্বালা।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
  কবিতাটি লেখার সময় কাল ,ঢাকা, ৩০/১০/২০১৯ ইং।

আপন মন


গোধূলিতে শঙ্খ নদীর তীরে
ঘুরেছি আপন সে মনে,
ঢেউগুলো যে বলছে আমায়
যাইনা ঢেউয়ের সনে।

বলছে আমায় আস্তে করে
ফিসফিসিয়ে কানে,
ঢেউয়ের সাথে দোলায় দুলে
চলনা যাই অন্য কোনখানে
যেথায় আছে ফুল পাখিরা
উথলে ওঠা সুর,
আকাশ নীলে ছুঁয়ে ছুঁয়ে
জ্যোৎস্না রাতের দুপুর।
থাকবে হেথায় লক্ষ তারা
তারার মেলার সারি,
ধবল জ্যোৎস্নায় আকাশ জুড়ে
উড়ছে সাদা পরী।
পরী হয়ে রইবো আমি
ঐ আকাশের নীলে,
রইবো ভেসে শঙ্খ নদীর
ঢেউয়ের তালে তালে।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) , লেখার সময় কাল , বরিশাল ০২/১১/২০১৯ইং।

তারা উৎসব


সন্ধ্যা রাতে আকাশ জুড়ে
তারার মেলা বসে,
আলেয়ারা আলো জ্বেলে
হঠাৎ পরে খসে।

দূর আকাশে লক্ষ তারা
খেলায় মাতোয়ারা,
আপন তালে তারার দল
নাচিয়ে বাঁধন হারা।
দুপুর রাতে তারার দল
সাজিয়ে তারার ডালা,
আকাশ তারা উৎসবে তাই
রাতের মিলন মেলা।
তারার সাথে মিটিমিটি
জোনাকিরা উড়ে,
এমন করে আলোর ধারা
ধরায় ঝরে পড়ে।
জ্যোৎস্না আকাশ ছড়িয়ে দেয়
তারায় ভরা আঁচল,
ঝিলিক জ্বলা আকাশ তারা
যেন সুর ছড়ানো মাদল।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময়কাল- বরিশাল, ০৫/১০/২০১৯ ইং

পূর্ণিমা



চাঁদের সাথে মেঘের রাশি
খেলছে অনায়াসে,
পূর্ণিমাতে ধবল আলো
উঠোন জোড়া হাসে।

জ্যোছস্না আলোর সাদা চাদর
মাঠের পরে মাঠেে
ফুল শোভিত আলোর বিছনা
আপন মনে ছোটে।
নদীর বুকে রূপালি আলো
আলোর ঝিকিমিকি,
আকাশ থেকে ঝরে পড়ে
আলোর কনা ফুলকি।
শিশির ভেজা নরম ঘাসে
শিশির কনার ঝলক,
রাতের পাখি উড়াল দেয়
ছাপিয়ে ওদের পালক।
এই যে এমন চাঁদের হাসি
আলোর ধারা যতো
পূর্ণিমাতে আলোর ঝরনা
ঝরে অবিরত।

কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
  কবিতাটি লেখার সময় কাল- ঢাকা,০৭/১১/২০১৯ ইং।

পেঁয়াজ - ৩



পেঁয়াজ তুমি দেখতে কেমন
কেমন তোমার রূপ,
তোমার জন্য সারা দেশে
আহাজারি খুব।

এইতো এখন পেঁয়াজ নিয়ে
হুকুম দিলেন রাজা
পেঁয়াজ দিয়ে রাধঁলে পরে
পাবে কঠিন সাজা।
উজির নাজির মন্ত্রী মশাই
প্রচার করে প্রতিদিন,
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এখন থেকে শিক্ষা নিন।
এই কথাটি মানতে নারাজ
রমেশ বাবুর স্ত্রী,
পেঁয়াজ ছাড়া আসলে বাড়ি
কান্ড ঘটায় বিচ্ছিরি।
তাইতো রমেশ মনের দুঃখে
ভাবছে একা বসে,
পেঁয়াজ ছাড়া ফিরলে বাড়ি
কিযে বিপদ আসে?

কবি - মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  লেখার সময় কাল - ঢাকা, ১৫/১১/২০১৯ ইং।

লবণ


এইতো এখন দেশজুড়ে
চলছে লবণ সমাচার,
লবণ নিয়ে তুলকালাম
করছে নাকি মজুতদার।

এই খবরে রমেশ বাবু
অনেক বেশি চিন্তিত,
খবরটাতো মিথ্যা রটায়
নয়তো তাৎপর্য মন্ডিত।
তবু রমেশ এই গুজবে
যায় ছুটে খুব জোরে,
বাজার থেকে আনবে লবণ
আনবে কিনে বস্তা ভরে।
হাসি মুখে লবণ নিয়ে
ফিরলো যখন বাসায়,
স্ত্রী তার তেলে বেগুন
আচ্ছামত শাসায়।
তাইতো রমেশ মনের দুঃখে
অভিমানে কাঁদে,
আর কোন দিন নাচবেনা সে
মিথ্যা গুজব ফাঁদে।

কবি - মোঃ ইবাদুল হাসান (ইবু)

  কবিতাটি লেখার সময় কাল ঢাকা, ১৯/১১/২০১৯ ইং।