বৈশাখী ঝড়ে উড়ে যাবে যন্তণা সব,
শেষ হবে যন্ত্রণা বিদগ্ধ মৃত্যুর তান্ডব।
নতুন বছরে আশার দোলায় বাঁধি বুক,
দেখা দেবে বুক ভরা নতুন আলোয় সুখ।
জোনাকিরা জ্বলে মিটিমিটি করবে খেলা
বৈশাখী আকাশে ভাসবে মেঘেদের ভেলা।
পূর্ণিমা চাঁদ রাতভর আলো আঁধারিয়া
মুখরিত ঘাটে ঘাটে পাড়ি দেবে খেয়া।
ধুয়ে যাক মুছে যাক যতো জরাজীর্ণতা
পৃথিবীতে আসবে শান্তি সুখের বারতা।
সবুজ পৃথিবীতে আবার মেলে দেবো ডানা
সমুদ্র স্নানে ভেসে যেতে থাকবে না মানা।
ঢাকা,১৪/০৪/২০২০ইং।
No comments:
Post a Comment