কম্পিউটার সফটওয়্যার হলো কোনো কাজের কতকগুলো সুশৃঙ্খল নির্দেশ যার ভিত্তিতে হার্ডওয়্যার সক্রিয় হয়ে সংশ্লিষ্ট কাজটি সম্পন্ন করে থাকে। অর্থাৎ কোনো কাজের উপযোগী করে তা সম্পাদনের নির্দেশ দেওয়ার নামই হলো সফটওয়্যার। অন্যভাবে বলা যায়, সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে সচল করে ব্যবহারকারীর সমস্যা সমাধান করে থাকে। এক কথায় হার্ডওয়্যার কম্পিউটারের দেহ হলে সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা যেতে পারে।
কম্পিউটার সফটওয়্যারের উদাহরণ :
১. ওয়ার্ড প্রসেসিং
২. স্প্রেডশীট প্রোগ্রাম
৩. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
৪. গ্রাফিক্স ও ডেস্কটপ পাবলিশিং
৫. ই-মেইল
৬. ওয়েব ব্রাউজ
৭. ভিস্তা
৮. এমএস পাওয়ার পয়েন্ট
৯. উইন্ডোজ ২০০৩
১০. উইন্ডোজ এক্সপি ইত্যাদি।