Showing posts with label কল্লোল সোম. Show all posts
Showing posts with label কল্লোল সোম. Show all posts

Wednesday, January 22, 2020

মা – কল্লোল সোম

তুমি বলো মা,
চোখ দেখেই কি
চেনা যায়
ধুরন্ধর দেবতা… মানুষ,
মানুষেরই মতো
পাথর মূর্তি;

চোখ, আমাদের চোখ, কেমন
অন্ধকারকে চোখে চোখ রেখে দেখে, মা?
না কি
সবই ফুসলানো, লোভ-ক্ষোভ খেলা
ধাড়ী-পেড়ে-ফেলা আলো্র ফিনকি?
প্রদীপ্ত হওয়ার নির্দেশ – সে যে
ছিল;
থাকেই যেমন… আদিম মঠ থেকে
কুয়াশা-ধ্বণি, নীলিমা থেকে
স্পষ্টতাবিলোপ,
প্রবাহের নির্বাণ।
একই
কোটরে – সাপ, পাখি, পাখি-মা…
বেহেড গোবদা সহকাল
গোবরে কুত্তায় লালায়
সবই লেপে
হেঁটে গ্যালো
এক সপ্রতিভ ওরাং ওটাং …
নীল-সাদা-লাল সক্ষমতা পিঁজে পিঁজে,
সকালের সুকুমার মাড়িয়ে —
তার চোখ কি
তোমার অদ্বিতীয় পুরুষের
মা –?