Wednesday, May 27, 2020

আলোক তৃপ্তি - অর্পিতা ঘোষ


 অর্পিতা ঘোষ

রাত আসেনা ঘরে...
পরিযায়ী হয়ে কোথায় হারিয়ে গেছে
ঠিকানা দেয়নি আমায়
সভ্যতাও নিস্তব্ধ নিথর
শুধু গাছেরা জেগে আছে আমার সাথে
ওদের তো নেই কোনো মনখারাপ
তারার আলো গায়ে মেখে কুঁড়ি থেকে ফুল হওয়ার অপেক্ষায়,
ভোর হলেই পাপড়ি দেয় মেলে
সকালে সূর্যের সোনালী হাসির সাথে খেলবে,
পাতারা খুশিতে মাতে, ক্লোরোফিল গায়ে মেখে সতেজ হবে বলে।

আমার নেই কোনো অপেক্ষা
প্রতি রাতে একটা করে তারা খসে পরে,
আটপৌরে জীবন মুক্তির কামনায় নিঃশেষ হবে একদিন,
ধীরে ধীরে মাটি হবো, মাটিতে মিশে
কালক্রমে কোনো উদ্ভিদ জন্ম নেবে আমার বুকে,
মনোহর রূপ নিয়ে পাতা আর ফুলে ফুলে ভরবে
দীপ‍্যমান হয়ে তৃপ্তি পাবো সেদিন
                   পৃথিবীর কাছ থেকে।

           

লেখিকা পরিচিতি:--
অর্পিতা ঘোষের জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে, বসবাস ও করে কৃষ্ণনগরে ।ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি লেখার ও ঝোঁক ছিল, ছোট থেকেই গল্প কবিতা লেখে,ও ছোটোদের গল্প  ছড়া লেখে। বিভিন্ন কাব্য গ্রন্থে , বিভিন্ন সাহিত্য পত্রিকাই , মাসিক পত্রিকায় ও দৈনিক খবরের কাগজে অনেক লেখা প্রকাশিত , বাংলাদেশের পত্রিকা ও দৈনিক কাগজে ও লেখা প্রকাশিত ।

6 comments:

  1. সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে নিয়মিত অধ্যবসায় বজায় রেখে কাব্য চর্চা দুরুহ।আবর্তনের কক্ষ্যপথে কিছু স্মৃতি কালের গর্ভে জমা থাকুক।শুভকামনা জানাই কবি বন্ধু।

    ReplyDelete
    Replies
    1. বাহ্ ভালো মন্তব্য।

      Delete
    2. ভালো বলেছেন

      Delete
  2. দর্শন কাব্য অপূর্ব

    ReplyDelete
  3. বাহ,অমূল্য প্রাপ্তি

    ReplyDelete
  4. ধন্যবাদ সবাইকে, ভালোলাগা একরাশ

    ReplyDelete