Wednesday, May 27, 2020

স্বপ্ন ভেলা - কামরান চৌধুরী

কামরান চৌধুরী
 
আবার কবে আসবে ফিরে, সুখের সেসব দিন
ফিরিয়ে দেবো ভালোবাসার, অনন্ত সুখের ঋণ।

কোভিড এসে সম্পর্ক মাঝে, ধরিয়ে দিল যে চিড়
হঠাৎ আঁকে দূরত্ব রেখা, বিষম মনের তীর।

ছিল মধুর ভালোবাসায়, একান্ত আপন কাছে
আক্রান্ত হবার ভয়েভয়ে, আসে না সে আর পাছে।

রূপালী আকাশে মেঘভেলা নিরবে ভেসেই যায়
বৃষ্টি এসেই মনের ঘরে শত কান্নাতে ভাসায়।

তুমিও সুস্থ আমিও সুস্থ, তবু মন যে মানে না
মৃত্যু আশঙ্কায় বুক কাঁপে, কিছুই ভালো লাগে না।

তোমার সাথে পূর্ণ আকাশ দেখিনি সে কতকাল
তিমির রাত পার হয়ে কি, আসবে নব সকাল?

সীমান্ত দ্বার খুলেই যাবে, মুছে যাবে ভয়-ভীতি
শুনবো কি চির পরিচিত তোমারই কণ্ঠ গীতি?

ফুল বাগানে হারিয়ে যাবো পাখিদের কলরবে
স্পর্শ হাসিতে উতলা মন, বুকের ঘরে ফিরবে।

স্বপ্ন ভেলায় ভেসে দু’জন, নিসর্গ সুখ মাখাবো
বিরহ শেষে মিলন সুখে জীবনটাকে সাজাবো।।

২৭.০৫.২০২০ ।। শ্যামলী, ঢাকা।

No comments:

Post a Comment