Saturday, May 30, 2020

যদি চলে যাই - কামরান চৌধুরী

যদি চলে যাই, ভুলেই যাবে কি প্রিয়
কত ভালোবাসা কত কত কথামালা
হাতে হাত রেখে ছুঁয়ে থাকা দিনগুলি
দূরে চলে গেলে, সব ভুলে যাবে নাকি?

তারা ভরা রাতে, জোনাকির সাথে মিশে
পূর্ণিমার রাতে আলোর সাগরে ভেসে
বর্ষা দিনে ভিজে, জানালার পাশে বসে,
শিশিরে আবৃত দূর্বা দুই পায়ে দলেদলে।
বসন্ত বাতাসে মেঠোপথে হেঁটেহেঁটে
সিন্ধু নদী গিরি দেখেছি যে ঘুরে ঘুরে।
সব ভুলে যাবে? চির সখা, প্রিয়তম।
খুঁজে নেবে তুমি, কাউকে আমার সম?

যদি চলে যাই তখনো ফুটবে ফুল
সুগন্ধি বাতাসে এলোমেলো করে চুল।
সূর্য ওঠা ভোরে বাতাসে দোলাবে দুল
কত ভালোবাসি? খুঁজবে নদীর কূল।

যদি চলে যাই তখনো আসবে শীত
উষ্ণ আলিঙ্গনে শোনাবে মধুর গীত?
তখনো হাসবে? উড়ায়ে আঁচল শাড়ি
পায়েতে নুপূর ছন্দ তুলে যাবে বাড়ি?
ভ্রমরা গুঞ্জনে সর্ষে ক্ষেতে যাবে ছুটে
হৃদয়ে বাঁধন কোথায় যাবে রে টুটে।
গাছের ছায়ায় পাখির গানের সুরে
খুঁজে পাবে প্রিয় পথভোলা পথিকেরে।

যদি চলে যাই, ভুলেই যাবে কি প্রিয়
আগামীর পথে, সাথে করে নিয়ে যেয়ো।।।

৩০.০৫.২০২০।। শ্যামলী, ঢাকা।

No comments:

Post a Comment