আজ আমার এই শহর কে
পারিনা কেন চিনতে
রাস্তা গুলো অবাক চোখে
জেগে আছে নীরবতার মাঝে
বন্দী হয়েছে জীবন আজ
চার দেয়ালের ওপ্রান্তে
স্বাভাবিক জীবনের ছন্দ কোথায়
যেন গেল হারিয়ে
ছন্দপতন আজ সবকিছুতেই
কি করে বোঝাই মনকে
অসহায় জীবন মাঝপথে হঠাৎ
কেমন যেন থমকে দাঁড়িয়ে।
আমি বসে একাকী ভাবি সেই
প্রাণচঞ্চল শহরের ইতিকথা
যে যার মত বাঁচার লড়াই
করছিল প্রানপন
আজ শুধু আশার আলো
খুঁজি ভুলে সব ব্যথা
হারিয়ে যাচ্ছে শব্দগুলো
শুন্যতার মাঝে বার বার
ভয় ভয় সাজিয়েছি কালো
অক্ষর দিয়ে মনের ক্যানভাসে
কেমন অগোছালো লাগছে
ভাবনা গুলো আমার।
স্কুল জীবন কেমন থমকে
গেছে নেই কোন তাড়া
শৈশব নিয়ে অস্থির মনগুলো
রয়েছে গৃহবন্দী
অভাবের সংসারে নেমে এলো
অন্ধকার হোলো না কিছুই সারা
বড় অচেনা লাগে জীবনের
এই নতুন সাজ
বোবা কান্না গিলে খায় তোমার
আমার সোনালী স্বপ্নগুলো
তাইতো খুঁজি বার বার আমার
সেই চেনা শহরের কোল্যাজ ।।
" কবি পরিচিতি "
বিনিতা দত্ত জন্মস্থান কোলকাতায়, তবে শিক্ষা ও মানুষ হওয়া পাটনায় ( হিন্দি ভাষী রাজ্য বিহারের রাজধানী )
ছোট থেকে সাহিত্যানুরাগী ছিলাম, তবে ভাবনা গুলো বাংলায় নয় বরং হিন্দি ও ইংরেজিতেই আসতো কারণ বাংলা শিক্ষা পাঠের কোন সুযোগ ছিলোনা আমার। মাতৃভাষা বলেই হয়তো মনের মধ্যে তার প্রতি ভালোবাসা অন্তরে থেকেই গিয়েছিল। বর্তমানে আমি পশ্চিম বাংলার অধুনা বর্ধমান জেলায় দীর্ঘ চল্লিশ বছরের কাছাকাছি বাস করছি। আমি একজন অবসর প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা এবং সেখানেও ইংরেজিতেই শিক্ষকতা করেছি। আমি বেশ কিছুদিন কোলকাতার আকাশবাণী থেকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি। বর্তমানে সাহিত্য চর্চা নিয়ে আছি। কোনদিন ভাবিনি বাংলা সাহিত্য নিয়ে এরকম চর্চা করার সুযোগ পাবো ।মাতৃভাষার চর্চা বাড়িতেই করেছি এবং ভালোবাসি বলেই আজ লেখালিখির জগতে একটু থাকার চেষ্টা। ধন্যবাদ! সবার জন্য শুভ কামনা।
খুব সুন্দর ব্যাখ্যা... প্রাসঙ্গিক লেখা
ReplyDelete