Showing posts with label নির্মলেন্দু গুন. Show all posts
Showing posts with label নির্মলেন্দু গুন. Show all posts

Wednesday, January 22, 2020

যাত্রাভঙ্গ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে
 মন বাড়িয়ে ছুঁই,
 দুইকে আমি এক করি না
 এক কে করি দুই।

 হেমের মাঝে শুই না যবে,
 প্রেমের মাঝে শুই
 তুই কেমন কর যাবি?
 পা বাড়ালেই পায়ের ছায়া
 আমাকেই তুই পাবি।

 তবুও তুই বলিস যদি যাই,
 দেখবি তোর সমুখে পথ নাই।

 তখন আমি একটু ছোঁব
 হাত বাড়িয়ে জড়াব তোর
 বিদায় দুটি পায়ে,
 তুই উঠবি আমার নায়,
 আমার বৈতরণী নায়।

 নায়ের মাঝে বসবো বটে,
 না-এর মাঝে শোবো,
 হাত দিয়েতো ছোঁব না মুখ
 দুঃখ দিয়ে ছোঁব।

 তুই কেমন করে যাবি?

কবি -  নির্মলেন্দু গুন