Showing posts with label বিনিতা দত্ত. Show all posts
Showing posts with label বিনিতা দত্ত. Show all posts

Tuesday, June 2, 2020

অচেনা শহর - বিনিতা দত্ত



আজ আমার এই শহর কে
পারিনা কেন চিনতে
রাস্তা গুলো অবাক চোখে
জেগে আছে নীরবতার মাঝে
বন্দী হয়েছে জীবন আজ
চার দেয়ালের ওপ্রান্তে
স্বাভাবিক জীবনের ছন্দ কোথায়
যেন গেল হারিয়ে
ছন্দপতন আজ সবকিছুতেই
কি করে বোঝাই মনকে
অসহায় জীবন মাঝপথে হঠাৎ
কেমন যেন থমকে দাঁড়িয়ে।

আমি বসে একাকী ভাবি সেই
প্রাণচঞ্চল শহরের ইতিকথা
যে যার মত বাঁচার লড়াই
করছিল প্রানপন
আজ শুধু আশার আলো
খুঁজি ভুলে সব ব্যথা
হারিয়ে যাচ্ছে শব্দগুলো
শুন্যতার মাঝে বার বার
ভয় ভয় সাজিয়েছি কালো
অক্ষর দিয়ে মনের ক্যানভাসে
কেমন অগোছালো লাগছে
ভাবনা গুলো আমার।

স্কুল জীবন কেমন থমকে
গেছে নেই কোন তাড়া
শৈশব নিয়ে অস্থির মনগুলো
রয়েছে গৃহবন্দী
অভাবের সংসারে নেমে এলো
অন্ধকার হোলো না কিছুই সারা
বড় অচেনা লাগে জীবনের
এই নতুন সাজ
বোবা কান্না গিলে খায় তোমার
আমার সোনালী স্বপ্নগুলো
তাইতো খুঁজি বার বার আমার
সেই চেনা শহরের কোল্যাজ ।।

" কবি পরিচিতি "

বিনিতা দত্ত জন্মস্থান কোলকাতায়, তবে শিক্ষা ও মানুষ হওয়া পাটনায় ( হিন্দি ভাষী রাজ্য বিহারের রাজধানী )
ছোট থেকে সাহিত্যানুরাগী ছিলাম, তবে ভাবনা গুলো বাংলায় নয় বরং হিন্দি ও ইংরেজিতেই আসতো কারণ বাংলা শিক্ষা পাঠের কোন সুযোগ ছিলোনা আমার। মাতৃভাষা বলেই হয়তো মনের মধ্যে তার প্রতি ভালোবাসা অন্তরে থেকেই গিয়েছিল। বর্তমানে আমি পশ্চিম বাংলার অধুনা বর্ধমান জেলায় দীর্ঘ চল্লিশ বছরের কাছাকাছি বাস করছি। আমি একজন অবসর প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা এবং সেখানেও ইংরেজিতেই শিক্ষকতা করেছি। আমি বেশ কিছুদিন কোলকাতার আকাশবাণী থেকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি। বর্তমানে সাহিত্য চর্চা নিয়ে আছি। কোনদিন ভাবিনি বাংলা সাহিত্য নিয়ে এরকম চর্চা করার সুযোগ পাবো ।মাতৃভাষার চর্চা বাড়িতেই করেছি এবং ভালোবাসি বলেই আজ লেখালিখির জগতে একটু থাকার চেষ্টা। ধন্যবাদ! সবার জন্য শুভ কামনা।

Wednesday, May 13, 2020

কাল্পনিক চরিত্র কাল্পনিক প্রেম - বিনিতা দত্ত

বিনিতা দত্ত
 
রোজনামচা সংসারের ফাঁকে
কাল্পনিক জগতে কিছুটা সময়
বিরাজমান হতে চায় মন
যেখানে কিছু কাল্পনিক চরিত্র থাকে
যেগুলোকে নাড়াচাড়া করে
কিছুটা তৃপ্তি খুঁজে পায়
রঙীন চশমা পড়ে রঙীন জীবনে
ভেসে যেতে চায় মন
বাস্তব জীবনের সাথে কোথাও
মিল খুঁজে পাওয়া যায় না
সেই রঙীন মোড়কে
আছে প্রেম প্রেম খেলা ,
প্রতিশ্রুতি ভরা দলিল
আর গড়ে ওঠা তাসের দেশ
চরিত্র গুলো নিখুঁত ভাবে
পরিবেশন করা হয়
বহুরূপী সাজে ঘুরে বেড়ায়
গোলক ধাঁধার মতন
ব্যর্থ উপন্যাসটায় কেমন
যেন সোঁদা গন্ধ পাই
চরিত্রগুলো যখন তখন রঙ বদলায়
রেসকোর্সের বাজি ধরা ঘোড়ার
মতন ছোটে বল্গাহীন
পুরুষ চরিত্র ঘর পাল্টায়
নারী পাল্টালেই চরিত্রহীন
প্রশ্ন মাখা অজস্র চোখ
উত্তর খুঁজে চলেছে এই বাস্তব জগতে
ঠিকানাহীন ,বর্ণহীন বাস্তব জগতের
সাথে নেই কোন মিল
ক্ষনিকের ভালো লাগাকে
নাড়াচাড়া করে অবশেষে হতে হয় স্থিতিশীল

Monday, April 13, 2020

নববর্ষে পাই যেন এক নতুন পৃথিবী - বিনিতা দত্ত

 
বিবর্ণ রঙে এসেছো তুমি হে বৈশাখ
ঘরে ঘরে আজ নেই কোন
নতুনের আহ্বান
শুধু বেঁচে থাকার চেষ্টা মৃত্যুর
মাঝে প্রলয়ের ডাক।
মনের আশা দেখবে আবার নতুন
সকাল ভৈরবী সুরে
শুদ্ধ হয়ে মেতে উঠুক পৃথিবী
আবার নানা রঙের খেলায়
সেদিন সকলে মিলে গাইবো
এসো হে বৈশাখ ঘরে ঘরে।
দূষিত আজ বায়ু,জল ,প্রকৃতি
ও মানুষের মন
তাইতো আজ গোটা বিশ্ব কে
করেছে গ্রাস মরণ রোগ
নতুন বছরের প্রার্থনা দ্রুত
আরোগ্য পাক এই ভুবন।
চারিদিকে শুধু মৃত্যু মিছিল
আর ক্ষুধার্তদের হাহাকার
বিজ্ঞান ও গেছে হেরে আজ
এই ভয়ানক মৃত্যুর কাছে
এই বিশ্বযুদ্ধ দ্রুত শেষ হয়ে
ফিরিয়ে দিক সুদিন সবার।
গৃহবন্দী আজ সকলে মুক্তির
অপেক্ষায় কাটছে দিন
প্রকৃতির সাথে বন্ধ হোক
অবিচার ও অবহেলা
দূষণ মুক্ত এক নতুন পৃথিবী
দেখবো আবার সেইদিন ।।

Tuesday, March 31, 2020

পৃথিবীর অসুখ - বিনিতা দত্ত

বিনিতা দত্ত
 
হঠাৎ যেন থমকে গেল জীবন
বন্দী হয়েছে এক নিমেষে
শব্দগুলো হারিয়ে গেছে
স্তব্ধ আকাশ দিনের শেষে।
চঞ্চল রাজপথ আজ একাকী
মন নিয়ে খোলা আকাশের নীচে
হৃৎপিণ্ডের শব্দ জোরালো হয়ে ধরা
দিয়েছে মনের আনাচে কানাচে ।
অশনি সঙ্কেত আজ পৃথিবী
ঘিরে গ্রাস করেছে মৃত্যুমিছিল
গৃহবন্দী আজ মানব জাতি
কৃতকর্মের ফলে থমকে গতিশীল।
মুক্তির আহ্বানে সাড়া দিতে
নির্বাসনই এক মাত্র উপায়
নিজেরে নতুন রূপে খোঁজা
ধৈর্য ও নতুনের আশায়।
লোভ, লালসা, ক্ষমতা আজ
হয়েছে পতনের কারণ
ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে
আত্মহারা এযুগের রাবণ।
সমগ্র মানবজাতি এক হয়ে
নীরব যুদ্ধে দেখবো জয়ের পতাকা
শৃঙ্খল মুক্ত হয়ে শত্রু বিনাশ করে
ঘুরবে সেদিন চাকা ।।

Monday, March 16, 2020

বসন্ত বাতাস


বসন্তের ছোঁয়া আজ খুঁজতে
হয় বইয়ের পাতায়
পাইনা খুঁজে তাকে আকাশে, 
বাতাসে ,হাওয়ায়, হাওয়ায়
দূর দূরান্ত শুধুই পাবে অট্টালিকা
নেই কোন ভ্রমরের গুঞ্জন
সেই ফাগুন খুঁজে বেড়ায়
আজ একলা মন
এই কংক্রিটের শহরে
কৃষ্ণচূড়ার লাল পাহাড়ি
সুপ্ত বাসনায় তাকে আজ
খুঁজে ফিরি
সেই ফাগুনের দেখা পেলে গাইবো আবার
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
কিন্তু সেযে এখন ঠাঁই পেয়েছে
শুধুই মনের কোণে
নেই কোন আজ পলাশ শিমুল স্পর্শে
আগুন রাঙা আকাশ
ভেসে যায় আজ ফেরারি মন
শুধুই ভাবনার অবকাশ
বড় অচেনা লাগে আজ এই শহর
ভেজা চোখ শুধুই গোনে প্রহর
প্রথম বসন্ত রাঙিয়ে ছিল
মনের আঙিনা
কংক্রিটের দেওয়ালে বসন্তকে
কোকিল খুঁজে পায়না
পুড়ছে আজ পিচ গলা রাস্তা গুলো
হারিয়ে গেছে কৃষ্ণচূড়ার ছাওয়ায় ঘেরা পথের বাঁক গুলো
ধুলো মাখা মন নিয়ে ঘুরে বেড়াই
ইঁটের পাঁজরে
পলাশের গুচ্ছ কুড়াবো বলে
নরম ঘাসের পরে
খুঁজে বেড়ায় বাউলের মন
রাঙা মেঠো পথ
মাদলের তালে কোকিল কণ্ঠে
বেজে ওঠেনা বসন্তের গথ ।।

কবি- বিনিতা দত্ত

Thursday, February 6, 2020

" বিষকন্যা "


আমি আজ আর সেই আমি নেই
হারিয়ে গেছে আমার আমিত্ব
এক অজানা ভিড়ের মাঝে
কেন জানিনা বার বার বিবেকের
দরজায় করেছি করাঘাত।
নিজের মুখোমুখি হয়েছি নিজেকে
বোঝার অছিলায়
দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরতে চেয়েছি
হারিয়ে যাওয়া নিজের পরিচয়কে
আমি সেই বিষকন্যা যার ছায়াতেও
বিষের গন্ধ ওঠে।
ভিড় করেছে সহস্র ক্ষুধার্ত চোখ
তাদের চোখ এড়িয়ে বাঁচা কঠিন এক
অদ্ভুত ছোঁয়াচে রোগ
বিষমুক্ত হওয়া বোধহয় আর হলোনা
কন্যার
হায়েনার থাবায় পিষ্ট হতে চায়নি কন্যার
সম্ভ্রম, মর্যাদা।
অসহায় দেহ ভিজে গেছে বিষের ধারায়
বাঁচাতে পারেনি নীল হয়ে যাওয়া নিথর
দেহ ও মন তার
মুক্তির আহ্বান চেয়ে চেয়ে ক্লান্ত মন খুঁজে
পায়না বাঁচার পথ।
পৃথিবীটা বিষাক্ত কেন আজ ?
নীলকণ্ঠের মত সব বিষ পান করে নিক
প্রাণ ভরে মুক্ত বাতাসের মাঝে খুঁজে নিক
সহজ, সরল মনের মত কিছু মানুষ
অতীত ভুলে বর্তমান যেন সর্বগ্রাসী না হয়।

কবি -  বিনিতা দত্ত  

Thursday, January 23, 2020

আরেকটি সুভাষ চাই

১

দেশ স্বাধীনতা পেয়েও যেন
মনে হয় আজও পরাধীন
অরাজকতা ও দুর্নীতির কাছে
করেছে নিজেকে সমর্পণ
ক্লান্ত চোখে চারিদিকে খুঁজে
চলেছি গর্বের সুভাষ কে নিশিদিন।

অসমাপ্ত রয়ে গেছে আজও তোমার
দেখা সেই স্বপ্নের ভারত
এ কেমন লুকোচুরি খেলার সাধ
জাগলো সেদিন তোমার
সেই যে চলে গেলে অভিমান করে
এলেনা আর ফেরত।

আজও তোমার ফেরার পথ চেয়ে
বসে আছি সকলে মিলে
শুনেছি কত বীরত্বের ও সাহসিকতার
গল্প তোমার, সবার মুখে
বাঙালির গর্ব, দেশের গর্ব বাঁচতে
শিখিয়ে ছিলে সেদিন মাথাতুলে।

তোমাকে দেখে আমারও সাধ জাগে
সেই স্বপ্নের ভারত কে খুঁজে পেতে
হারিয়ে গেছে সেই ভারত আজ
নোংড়া রাজনীতির খেলায়
পারবে কি কেউ নেতাজীর মত
আজ আবার গর্জে উঠতে ?

রামের বনবাস হয়েছিলো চোদ্দ বছরের
সকল ভারতবাসী ছিলাম তোমার
ফিরে আসার অপেক্ষায়
আজও হলোনা ভেদ সেই রহস্য
অন্তর্ধানের।

চিনলো না সেদিন ভারতবাসী
এমন একটি অমূল্য রতন
তাইতো আমাদের হারাতে হোলো
নেতাজীকে চিরতরে
আজও দিতে রাজি রক্ত তোমায়
যদি আবার শুনি সেই গর্জন ।।

কবি -  বিনিতা দত্ত 
বিনিতা দত্ত
বিনিতা দত্ত।

লেখার সময় কাল -24.01.2020