Wednesday, May 13, 2020

কাল্পনিক চরিত্র কাল্পনিক প্রেম - বিনিতা দত্ত

বিনিতা দত্ত
 
রোজনামচা সংসারের ফাঁকে
কাল্পনিক জগতে কিছুটা সময়
বিরাজমান হতে চায় মন
যেখানে কিছু কাল্পনিক চরিত্র থাকে
যেগুলোকে নাড়াচাড়া করে
কিছুটা তৃপ্তি খুঁজে পায়
রঙীন চশমা পড়ে রঙীন জীবনে
ভেসে যেতে চায় মন
বাস্তব জীবনের সাথে কোথাও
মিল খুঁজে পাওয়া যায় না
সেই রঙীন মোড়কে
আছে প্রেম প্রেম খেলা ,
প্রতিশ্রুতি ভরা দলিল
আর গড়ে ওঠা তাসের দেশ
চরিত্র গুলো নিখুঁত ভাবে
পরিবেশন করা হয়
বহুরূপী সাজে ঘুরে বেড়ায়
গোলক ধাঁধার মতন
ব্যর্থ উপন্যাসটায় কেমন
যেন সোঁদা গন্ধ পাই
চরিত্রগুলো যখন তখন রঙ বদলায়
রেসকোর্সের বাজি ধরা ঘোড়ার
মতন ছোটে বল্গাহীন
পুরুষ চরিত্র ঘর পাল্টায়
নারী পাল্টালেই চরিত্রহীন
প্রশ্ন মাখা অজস্র চোখ
উত্তর খুঁজে চলেছে এই বাস্তব জগতে
ঠিকানাহীন ,বর্ণহীন বাস্তব জগতের
সাথে নেই কোন মিল
ক্ষনিকের ভালো লাগাকে
নাড়াচাড়া করে অবশেষে হতে হয় স্থিতিশীল

No comments:

Post a Comment