করোনা নিয়েই হয় তো এক সময় চারিদিকে খুলবে সব
যে যাই বলোক আর যাই হোক না কেনো,
স্কুল খুলবে,কলেজ খুলবে,খুলবে বিশ্ববিদ্যালয়,
খুলবে সব আজ বা কাল না হয় অন্য কোন দিন।
কিন্তু সবাই মুখোশে মুখ ঢেকে
সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে,
কেমন করে চলাবে পঠন-পাঠন,
তা একেবারেই স্পষ্ট কেউ নয়।
এটা করা যেতে পারে আবার হতেও পারে,
আপাতত ক্লাসের ছাত্রসংখ্যা কমিয়ে দিয়ে,
সিলেবাসের বোঝা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা চলবে,
হয় তো বা পৃথিবীর নানা দেশে দেশে।
এতে সোশ্যাল ডিস্ট্যান্সিং কতটা বজায় থাকবে,
সে নিয়ে সন্দেহ অনেকেরই মনে আছে।
একটা নতুন কার্টুন দেখছিলাম,
লকডাউনের পরে বাচ্চাদের স্কুল খুলেছে,
বাচ্চারা সব মুখোশ পরে ক্লাসে এসেছে,
কিন্তু ক্লাসের মধ্যেই লণ্ডভণ্ড সব ব্যবস্থা।
কারো মাস্ক অন্য কেউ নিয়েছে পরে,
আর যার মাস্ক সে দৌড়াচ্ছে তার পেছনে।
কেউ তো মাস্ক দিয়ে নাক-মুখের বদলে ঢেকেছে চোখ,
কারো আবার অভিযোগ, যে অন্য কেউ তার মুখোশ ‘সস্তা’ বলেছে।
এটা নিছকই সোশ্যাল মিডিয়ার কৌতূক বলে উড়িয়ে দেওয়া সহজ নয় কিন্তু।
করোনা সংক্রমণের আশঙ্কায় দুলতে থাকবে অদূর ভবিষ্যতের দুনিয়া।
কিন্তু এ ছাড়া উপায়ই বা কি আছে?
আমেরিকার মতো দেশের অনেক বিশ্ববিদ্যালয় ...
ধরেই নিয়েছে যে প্রথাগত ক্লাসরুমের,
পড়াশুনা চালানো সম্ভব নয় ২০২০ সালে।
অনেক বিশ্ববিদ্যালয় ভাবতে শুরু করেছে,
২০২১ সালটাও হয়তো এমনই যাবে।
সম্বল তাই সবার স্মর্টফোট, ল্যাপটপ আর ইন্টারনেট।
করোনা লকডানউ থেকে পড়ানোর স্টাইলটাও
যে ক্রমেই বদলে বদলে যাবে,
প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গ্রাস করবে,
সে বিষয়ে সন্দেহ কিন্তু কম নয়।
চাই তবো শুভ মুক্তি হোক করোনা থেকে সুন্দর এই পৃথিবীর।
Showing posts with label মামুনূর রশিদ. Show all posts
Showing posts with label মামুনূর রশিদ. Show all posts
Wednesday, June 17, 2020
Sunday, March 15, 2020
নদী
নদী তুই যাচ্ছিস রে শুধু বয়ে
কোন সে সুদূর গাঁয়ে,
মনটা যে দোলে স্রোতের তালে
কানেকানে একটু বলে যা।
কোন সে সুদূর গাঁয়ে,
মনটা যে দোলে স্রোতের তালে
কানেকানে একটু বলে যা।
কোন পাহাড়ে জন্মরে তোর
কোথায় আছে আদিবাস
পারিস না কেন বলতে তুই
কোথায় যে বয়ে যাস।
কোথায় আছে আদিবাস
পারিস না কেন বলতে তুই
কোথায় যে বয়ে যাস।
জানলি না তুই ঝর্ণা তোকে
কত যে বেসেছিল ভালো,
থামলি না তুই তাহার ডাকে
সময় যে শুধু বয়ে গেল।
কত যে বেসেছিল ভালো,
থামলি না তুই তাহার ডাকে
সময় যে শুধু বয়ে গেল।
কোথায় পেলি বলতে পারিস
এমনি নিষ্ঠুর ধারা
ঝর্ণা দিল হৃদয় ঢেলে
হইলে যে তুই বাঁধন হারা।
এমনি নিষ্ঠুর ধারা
ঝর্ণা দিল হৃদয় ঢেলে
হইলে যে তুই বাঁধন হারা।
ভালো রে তুই ভীষণ ভালো
পিছু ফিরে দেখিস না
কে যে কখন পিছু টানে
তুই তো তোর গায়ে মাখিস না।
পিছু ফিরে দেখিস না
কে যে কখন পিছু টানে
তুই তো তোর গায়ে মাখিস না।
এখন বুঝেছি হতাম যদি
নদী রে তোরই মত
ছুটে যেতাম নিরবধি
শুধু সামনে অবিরত।
নদী রে তোরই মত
ছুটে যেতাম নিরবধি
শুধু সামনে অবিরত।
কবি- মামুনূর রশিদ
Thursday, February 6, 2020
প্রেম !
প্রেম সে সুন্দর অন্তরে অন্তরে,
এর চেয়ে আনন্দের কিছু নাইরে।
ঘরে বসে মনোযোগী তোমার জন্য,
প্রেমের কথাতে মন যে আমার ধণ্য।
দুটি মন থাকে যদি এক সাথে,
জীবন কত সুন্দর হবে তাতে।
পাশাপাশি বিপরীত দৃশ্য পাই,
প্রেমের অধিকার অনেকের নাই।
অনেকে প্রেমহিন অসহায় একা পথ চলছে,
অসাধু প্রেমিক/প্রেমিকা কত মতলব আটছে।
অন্তর পুড়ে,হৃদয় ভেঙ্গে যায়,
প্রেমিক মন আজ কত অসহায়।
কষ্টে নষ্টে সংঘাতে ঢেলেদেয় মন,
একেই কি বলে প্রেমিক জীবন???
কবি - মামুনূর রশিদ
ওহে প্রিয়া !
ওহে প্রিয়া ..!
মামুনূর রশিদ
============
ওহে প্রিয়া ..!
কারে তুমি আপন ভাবো?
কারে ভাবো পর?
কষ্টিপাথরে যাচাই করা
ভালোবাসা মিথ্যার কাছে পর।
কারে তুমি আপন ভাবো?
কারে ভাবো পর?
কষ্টিপাথরে যাচাই করা
ভালোবাসা মিথ্যার কাছে পর।
ওহে প্রিয়া...!
কারে তুমি বিশ্বাস করো?
কারে ভাবো সত্যবাদী ?
বর্তমানে চারপাশে মিথ্যার ছড়াছড়ি
টাকার কাছে বিক্রি হয় মনুষ্যত্ব।
কারে তুমি বিশ্বাস করো?
কারে ভাবো সত্যবাদী ?
বর্তমানে চারপাশে মিথ্যার ছড়াছড়ি
টাকার কাছে বিক্রি হয় মনুষ্যত্ব।
ওহে প্রিয়া...!
কারে তুমি ভালো ভাবো?
কারে ভাবো মন্দ?
প্রেমের রাজ্যে বিলাসিতার ঢ্ল,
বোঝবে কি করে কে ভালো কে মন্দ।
কারে তুমি ভালো ভাবো?
কারে ভাবো মন্দ?
প্রেমের রাজ্যে বিলাসিতার ঢ্ল,
বোঝবে কি করে কে ভালো কে মন্দ।
ওহে প্রিয়া...!
কারে তুমি ভাগ্য বলো?
কারে বলো দূর্ভাগ্য ?
পাপপুণ্যের মাপকাঠিতে---
কাঁপছে গোটা প্রেমিক বিশ্ব !
কারে তুমি ভাগ্য বলো?
কারে বলো দূর্ভাগ্য ?
পাপপুণ্যের মাপকাঠিতে---
কাঁপছে গোটা প্রেমিক বিশ্ব !
কবি- মামুনূর রশিদ
Thursday, January 23, 2020
কই হারালো !
মামুনূর রশিদ |
কই হারালো, কই হারালো
তোমার এতো ভালোবাসা।
কই হারালো , কই হারালো
তোমার এতো স্বপ্ন-আশা।
তোমার এতো ভালোবাসা।
কই হারালো , কই হারালো
তোমার এতো স্বপ্ন-আশা।
আমার হাতে হাতটি রেখে,
কথা দিলেছিলে থাকবে সাথে,
হাজার জন্ম পাড়ি দেবে-
শুধুই শুধু ভালোবেসে।
কথা দিলেছিলে থাকবে সাথে,
হাজার জন্ম পাড়ি দেবে-
শুধুই শুধু ভালোবেসে।
হৃদের পাতায় স্বপ্ন এঁকে
আবার তুমি ভেঙ্গে দিলে,
এ কেমন খেলা ছিল,
জানতে বড় ইচ্ছে করে?
আবার তুমি ভেঙ্গে দিলে,
এ কেমন খেলা ছিল,
জানতে বড় ইচ্ছে করে?
এটা কেমন খেল্লে খেলা,
এখন ভক্তি এখনি হেলা।
ভালোবাসা ভালো না- কি,
না কি শুধু সর্বনাশ ।
তোমায় না দেখলে বন্ধু,
হতো না আমার বিশ্বাস।
এখন ভক্তি এখনি হেলা।
ভালোবাসা ভালো না- কি,
না কি শুধু সর্বনাশ ।
তোমায় না দেখলে বন্ধু,
হতো না আমার বিশ্বাস।
কবি - মামুনূর রশিদ
ঐক্যবদ্ধ!
স্বার্থ কাদের আছে?
চলুন সবাই সোচ্চার হই
থামিয়ে দিই এবার তাদের ।
শুনবো কত শত আর,
সংখ্যা লঘু সংখ্যা লঘু,
বলতে পারেন ভাই।
সংখ্যা গুরু আছেন যারা
করছেন কি কিছু তারা?
আসুন সবাই এক সাথে,
ধর্ম বর্ণ নির্বিশেষে,
সকলেরে ভালোবেসে,
ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই
শান্তি আনি সারা দেশে।
কবি - মামুনূর রশিদ
Subscribe to:
Posts (Atom)