Sunday, March 15, 2020

নদী

নদী তুই যাচ্ছিস রে শুধু বয়ে
কোন সে সুদূর গাঁয়ে,
মনটা যে দোলে স্রোতের তালে
কানেকানে একটু বলে যা।
কোন পাহাড়ে জন্মরে তোর
কোথায় আছে আদিবাস
পারিস না কেন বলতে তুই
কোথায় যে বয়ে যাস।
জানলি না তুই ঝর্ণা তোকে
কত যে বেসেছিল ভালো,
থামলি না তুই তাহার ডাকে
সময় যে শুধু বয়ে গেল।
কোথায় পেলি বলতে পারিস
এমনি নিষ্ঠুর ধারা
ঝর্ণা দিল হৃদয় ঢেলে
হইলে যে তুই বাঁধন হারা।
ভালো রে তুই ভীষণ ভালো
পিছু ফিরে দেখিস না
কে যে কখন পিছু টানে
তুই তো তোর গায়ে মাখিস না।
এখন বুঝেছি হতাম যদি
নদী রে তোরই মত
ছুটে যেতাম নিরবধি
শুধু সামনে অবিরত।
কবি- মামুনূর রশিদ

2 comments:

  1. অনেক সুন্দর হয়েছে কবিতাটি...

    ReplyDelete
  2. ভালো লাগলো কবিতাটি..

    ReplyDelete