Monday, March 16, 2020

বসন্ত বাতাস


বসন্তের ছোঁয়া আজ খুঁজতে
হয় বইয়ের পাতায়
পাইনা খুঁজে তাকে আকাশে, 
বাতাসে ,হাওয়ায়, হাওয়ায়
দূর দূরান্ত শুধুই পাবে অট্টালিকা
নেই কোন ভ্রমরের গুঞ্জন
সেই ফাগুন খুঁজে বেড়ায়
আজ একলা মন
এই কংক্রিটের শহরে
কৃষ্ণচূড়ার লাল পাহাড়ি
সুপ্ত বাসনায় তাকে আজ
খুঁজে ফিরি
সেই ফাগুনের দেখা পেলে গাইবো আবার
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
কিন্তু সেযে এখন ঠাঁই পেয়েছে
শুধুই মনের কোণে
নেই কোন আজ পলাশ শিমুল স্পর্শে
আগুন রাঙা আকাশ
ভেসে যায় আজ ফেরারি মন
শুধুই ভাবনার অবকাশ
বড় অচেনা লাগে আজ এই শহর
ভেজা চোখ শুধুই গোনে প্রহর
প্রথম বসন্ত রাঙিয়ে ছিল
মনের আঙিনা
কংক্রিটের দেওয়ালে বসন্তকে
কোকিল খুঁজে পায়না
পুড়ছে আজ পিচ গলা রাস্তা গুলো
হারিয়ে গেছে কৃষ্ণচূড়ার ছাওয়ায় ঘেরা পথের বাঁক গুলো
ধুলো মাখা মন নিয়ে ঘুরে বেড়াই
ইঁটের পাঁজরে
পলাশের গুচ্ছ কুড়াবো বলে
নরম ঘাসের পরে
খুঁজে বেড়ায় বাউলের মন
রাঙা মেঠো পথ
মাদলের তালে কোকিল কণ্ঠে
বেজে ওঠেনা বসন্তের গথ ।।

কবি- বিনিতা দত্ত

1 comment:

  1. অনেক সুন্দর হয়েছে কবিতাটি...

    ReplyDelete