Showing posts with label অমিয় চক্রবর্তী. Show all posts
Showing posts with label অমিয় চক্রবর্তী. Show all posts

Wednesday, January 22, 2020

আয়না

হারানো ছড়ানো পাগল খুঁজচে
 ফিরে সে আপন হবে।
 আলোর টুকরো দীপ্তি চোখের;
 ভাঙ্গা-গান-ভাসা গানের কানকে ;
 সেই নাক,যার সুরভি বোধটা
 চামেলি বকুলে গেলো কোথায় ;
 ফিরে- ফিরে চায় তাই
 হায় হায় তার চেতনা-জড়ানো
 কত দিনরাত পিছু ডাকে কেঁদে- কেঁদে ।
 হারানো ছড়ানো পাগল ।

 জানে তার হাড় ধুলোয় উড়বে,
 কিছুই দেহের থাকবে না প্রাণকথা ;
 আরো আরো বুক সবই খ'সে ঝ'রে
 মিশে যায় মেঘে হাওয়ায় জলে ।
 নিভে যাবে মন আরো ।
 এখনই কোথায় লক্ষ ক্ষণের ছবি ?
 হাজার দুপুর, বেগুনি সন্ধ্যা, ভোরে নীল হাওয়া, তামসীর চাঁদ
 খেয়ালী খেলায় পাল তুলে গেছে পার ।
 ফিরিয়ে তবুও রাখবে, বাঁধবে, ঢাকবে,
 সাধবে-ভাবচে পাগল ।
 হারানো ছড়ানো পাগল ।

 হারানো ছড়ানো পাগল একলা
 দাঁড়ালো মাঠের ধারে-
 দূরে বুড়ো বট ঝিমন্ত-জাগা,
 ঝাঁ-ঝাঁ রোদ-লাগা, সবুজ ছন্দে স্থির ।
 একটু হাওয়ার মন্ত্র ।
 দেখচে পাগল প্রকাণ্ড চাকা
 নীল আঁকা বাঁকা দিগন্তের;
 প্রখর যন্ত্রে শুনচে ঝিল্লি বাজনা ।
 উঁচু সূর্যের অপারে শূন্য, সোনায় সাজানো;
 চেনা গ্রাম ঐ ঘোর অচেনার
 বিপুল আবেগ আনলো ।
 ঝনঝন ক'রে সৃষ্টিসুদ্ধ ভাঙচে, গড়চে, চলচে-
 কোথায় তুমুল শব্দ ?
 মাঝখানে তারি হঠাৎ পাগল মুখ দেখে চেনে আয়নায়
 আকাশে তাকিয়ে হাসে ।

 ভরা সন্ধ্যায় চুপ ক'রে ব'সে থাকে
 হারানো ছড়ানো পাগল ।

কবি - অমিয় চক্রবর্তী

রাত্রি



 অতন্দ্রিলা,
 ঘুমোওনি জানি
 তাই চুপিচুপি গাঢ় রাত্রে শুয়ে
 বলি,শোনো,
 সৌরতারা ছাওয়া এই বিছানায়
 -সূক্ষ্মজাল রাত্রির মশারি-
 কত দীর্ঘ দু-জনার গেল সারাদিন,
 আলাদা নিঃশ্বাসে -
 এতক্ষণে ছায়া-ছায়া পাশে শুই
 কী আশ্চর্য দু-জনে দু-জনা -
 অতন্দ্রিলা,
 হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না,
 দেখি তুমি নেই।।

কবি- অমিয় চক্রবর্তী