অতিথি পাখি
উড়ে এসে
উড়ে চলে যায়
আপন খেয়ালে
উড়ে এসে
উড়ে চলে যায়
আপন খেয়ালে
এই গল্পে-
কোনো ভালো-বাসা-বাসি নাই
আমরাই ঝরা পালক
কুড়ায়ে লয়ে
ভালোবাসা করি অনুভব
কোনো ভালো-বাসা-বাসি নাই
আমরাই ঝরা পালক
কুড়ায়ে লয়ে
ভালোবাসা করি অনুভব
তবে কি
সেও ভালোবাসে
না বাসিলে আবার কেন
উড়ে আসে পরের শীতে
বুঝি না-
তারপরে আবারো
কেন উড়ে চলে যায়
ফটফটে পালক ঝরায়ে...
সেও ভালোবাসে
না বাসিলে আবার কেন
উড়ে আসে পরের শীতে
বুঝি না-
তারপরে আবারো
কেন উড়ে চলে যায়
ফটফটে পালক ঝরায়ে...
কবি - মাসুম বাদল