Showing posts with label মাকিদ হায়দার. Show all posts
Showing posts with label মাকিদ হায়দার. Show all posts

Wednesday, January 22, 2020

চন্দ্রাভিলাষী নারী

পূর্ণিমাতে পূর্ণ হলো
 তোমার মনের সাধ
 তুমি অথৈ জলে খুঁজেছিলে
 পূর্নিমারই চাঁদ

 তুমি বাসতে ভাল জলের খেলা
 ভয়াল নদী সাঁঝের বেলা
 সেই জলের মাঝে খুঁজতে তুমি
 দুর গগনের সাঁঝের তারা
 মেঘের ছায়া
 নীল সাগরে ভাসিয়ে দিতে
 আমার অপরাধ
 তুমি অথৈ জলে খুঁজেছিলে
 পূর্নিমারই চাঁদ

 আজকে দেখ সবাই যেন
 ক্লান্ত চোখে তাকিয়ে আছে
 প্রাণের ভয়ে জলের দিকে
 দাড়িয়ে আছে গাছের মত
 গভীর শোকে স্তব্ধ পায়ে
 নিঃস্ব জলের বুকের ভেতর
 দাড়িয়ে আছে অষ্টপ্রহর

 কিন্তু তবু দুঃখ আমার ভিন্নপ্রকার
 মুষ্টিমেয় কয়টি লোকে
 চালায় গাড়ি জ্বালায় বাতি
 দিন দুপুরে ইচ্ছেমত ছিটিয়ে কাঁদা
 শখের গাড়ি যাচ্ছে দেখো যাচ্ছে দেখো
 রাজার মত নিজের বাড়ি
 ছিটিয়ে থুথু
 আমরা যারা দাড়িয়ে আছি
 নিঃস্ব জলের বুকের ভেতর

 চতুর্দিকে চোখের নিচে শবের খেলা
 কলার পাতে নিজের ছেলে
 শুইয়ে দিয়ে ভাবছি শুধু
 এবার থেকে তোমার চোখে পড়িয়ে দেব
 কোন সে মায়ার ফাঁদ
 তুমি অথৈ জলে খুঁজেছিলে
 পূর্নিমারই চাঁদ!

কবি -  মাকিদ হায়দার