মামুনূর রশিদ |
কই হারালো, কই হারালো
তোমার এতো ভালোবাসা।
কই হারালো , কই হারালো
তোমার এতো স্বপ্ন-আশা।
তোমার এতো ভালোবাসা।
কই হারালো , কই হারালো
তোমার এতো স্বপ্ন-আশা।
আমার হাতে হাতটি রেখে,
কথা দিলেছিলে থাকবে সাথে,
হাজার জন্ম পাড়ি দেবে-
শুধুই শুধু ভালোবেসে।
কথা দিলেছিলে থাকবে সাথে,
হাজার জন্ম পাড়ি দেবে-
শুধুই শুধু ভালোবেসে।
হৃদের পাতায় স্বপ্ন এঁকে
আবার তুমি ভেঙ্গে দিলে,
এ কেমন খেলা ছিল,
জানতে বড় ইচ্ছে করে?
আবার তুমি ভেঙ্গে দিলে,
এ কেমন খেলা ছিল,
জানতে বড় ইচ্ছে করে?
এটা কেমন খেল্লে খেলা,
এখন ভক্তি এখনি হেলা।
ভালোবাসা ভালো না- কি,
না কি শুধু সর্বনাশ ।
তোমায় না দেখলে বন্ধু,
হতো না আমার বিশ্বাস।
এখন ভক্তি এখনি হেলা।
ভালোবাসা ভালো না- কি,
না কি শুধু সর্বনাশ ।
তোমায় না দেখলে বন্ধু,
হতো না আমার বিশ্বাস।
কবি - মামুনূর রশিদ
No comments:
Post a Comment