ওহে প্রিয়া ..!
মামুনূর রশিদ
============
ওহে প্রিয়া ..!
কারে তুমি আপন ভাবো?
কারে ভাবো পর?
কষ্টিপাথরে যাচাই করা
ভালোবাসা মিথ্যার কাছে পর।
কারে তুমি আপন ভাবো?
কারে ভাবো পর?
কষ্টিপাথরে যাচাই করা
ভালোবাসা মিথ্যার কাছে পর।
ওহে প্রিয়া...!
কারে তুমি বিশ্বাস করো?
কারে ভাবো সত্যবাদী ?
বর্তমানে চারপাশে মিথ্যার ছড়াছড়ি
টাকার কাছে বিক্রি হয় মনুষ্যত্ব।
কারে তুমি বিশ্বাস করো?
কারে ভাবো সত্যবাদী ?
বর্তমানে চারপাশে মিথ্যার ছড়াছড়ি
টাকার কাছে বিক্রি হয় মনুষ্যত্ব।
ওহে প্রিয়া...!
কারে তুমি ভালো ভাবো?
কারে ভাবো মন্দ?
প্রেমের রাজ্যে বিলাসিতার ঢ্ল,
বোঝবে কি করে কে ভালো কে মন্দ।
কারে তুমি ভালো ভাবো?
কারে ভাবো মন্দ?
প্রেমের রাজ্যে বিলাসিতার ঢ্ল,
বোঝবে কি করে কে ভালো কে মন্দ।
ওহে প্রিয়া...!
কারে তুমি ভাগ্য বলো?
কারে বলো দূর্ভাগ্য ?
পাপপুণ্যের মাপকাঠিতে---
কাঁপছে গোটা প্রেমিক বিশ্ব !
কারে তুমি ভাগ্য বলো?
কারে বলো দূর্ভাগ্য ?
পাপপুণ্যের মাপকাঠিতে---
কাঁপছে গোটা প্রেমিক বিশ্ব !
কবি- মামুনূর রশিদ
No comments:
Post a Comment