Thursday, February 6, 2020

" বিষকন্যা "


আমি আজ আর সেই আমি নেই
হারিয়ে গেছে আমার আমিত্ব
এক অজানা ভিড়ের মাঝে
কেন জানিনা বার বার বিবেকের
দরজায় করেছি করাঘাত।
নিজের মুখোমুখি হয়েছি নিজেকে
বোঝার অছিলায়
দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরতে চেয়েছি
হারিয়ে যাওয়া নিজের পরিচয়কে
আমি সেই বিষকন্যা যার ছায়াতেও
বিষের গন্ধ ওঠে।
ভিড় করেছে সহস্র ক্ষুধার্ত চোখ
তাদের চোখ এড়িয়ে বাঁচা কঠিন এক
অদ্ভুত ছোঁয়াচে রোগ
বিষমুক্ত হওয়া বোধহয় আর হলোনা
কন্যার
হায়েনার থাবায় পিষ্ট হতে চায়নি কন্যার
সম্ভ্রম, মর্যাদা।
অসহায় দেহ ভিজে গেছে বিষের ধারায়
বাঁচাতে পারেনি নীল হয়ে যাওয়া নিথর
দেহ ও মন তার
মুক্তির আহ্বান চেয়ে চেয়ে ক্লান্ত মন খুঁজে
পায়না বাঁচার পথ।
পৃথিবীটা বিষাক্ত কেন আজ ?
নীলকণ্ঠের মত সব বিষ পান করে নিক
প্রাণ ভরে মুক্ত বাতাসের মাঝে খুঁজে নিক
সহজ, সরল মনের মত কিছু মানুষ
অতীত ভুলে বর্তমান যেন সর্বগ্রাসী না হয়।

কবি -  বিনিতা দত্ত  

No comments:

Post a Comment