বিবর্ণ রঙে এসেছো তুমি হে বৈশাখ
ঘরে ঘরে আজ নেই কোন
নতুনের আহ্বান
শুধু বেঁচে থাকার চেষ্টা মৃত্যুর
মাঝে প্রলয়ের ডাক।
মনের আশা দেখবে আবার নতুন
সকাল ভৈরবী সুরে
শুদ্ধ হয়ে মেতে উঠুক পৃথিবী
আবার নানা রঙের খেলায়
সেদিন সকলে মিলে গাইবো
এসো হে বৈশাখ ঘরে ঘরে।
দূষিত আজ বায়ু,জল ,প্রকৃতি
ও মানুষের মন
তাইতো আজ গোটা বিশ্ব কে
করেছে গ্রাস মরণ রোগ
নতুন বছরের প্রার্থনা দ্রুত
আরোগ্য পাক এই ভুবন।
চারিদিকে শুধু মৃত্যু মিছিল
আর ক্ষুধার্তদের হাহাকার
বিজ্ঞান ও গেছে হেরে আজ
এই ভয়ানক মৃত্যুর কাছে
এই বিশ্বযুদ্ধ দ্রুত শেষ হয়ে
ফিরিয়ে দিক সুদিন সবার।
গৃহবন্দী আজ সকলে মুক্তির
অপেক্ষায় কাটছে দিন
প্রকৃতির সাথে বন্ধ হোক
অবিচার ও অবহেলা
দূষণ মুক্ত এক নতুন পৃথিবী
দেখবো আবার সেইদিন ।।
No comments:
Post a Comment