করোনা.. করোনা.. করোনা...
ধ্যাততেরি ছাই, কেন তুমি ছাড়োনা?
টেলিভিশন, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায়
দিনরাত ঘ্যানঘ্যানানি ভাল্লাগে না।
এটা কর, ওটা কর, বউয়ের প্যানপ্যানানি ভাল্লাগে না।
ছেলেপুলেদের কান্নাকাটি... ‘আমার সাথে খেলোনা,
কথা বলো, গল্পো বলো, ছবি আঁকোনা’...
আর কতক্ষণ সহ্য করা, বলতে পারো?
মনে হয়, ঘরের তালা খুলে, ছুটে যাই চলে।
রাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করি...
করোনা, এবারটা আমাদের ছাড়োনা।
বিশ্বটাকে ভয় দেখিয়ে, থামিয়ে দিলে গতির চাকা,
প্রেম পিরিতি ভালোবাসা, যেন এখন সিঁকেয় রাখা।
নিত্য কাজের তালিকাটা লন্ডভন্ড হয়ে গেল
দেহ-মনে বেঁধে বাসা অলসতা-বিষন্নতা এনে দিল।
আর কতকাল ঘরের মাঝে, চুপটি করে বসে রবো?
দোহায় লাগে এবার তুমি, আমাদেরকে মেরো না।
আল্লাহ খোদা ডাকছি কত
কেলিয়ে দাঁত হাসছো তত।
করোনা ও করোনা, দোহায় লাগে
এবার তুমি আমাদেরকে মেরো না।
বুদ্ধিটা যে ভোতা হলো, ঘরকন্না সঙ্গী হলো,
কাজ.. সঞ্চয়.. সেটাও গেলো..
জড়তা মূঢ়তা দেহমাঝে বেঁধে নিলো
এভাবেই কতদিন কাটবে বলো?
সৃষ্টির সেরা আমি। আমায় রুখতে চাও?
স্রষ্টা সহায় আছে, পারোতো ক্ষমা চেয়ে নাও।
কালবৈশাখী ঝড়ের মতো উঠবো নাকি জেগে?
দেখি আমার থেকে বাঁচতে তুমি, যেতে পারো কিনা ভেগে।।
১২ এপ্রিল, ২০২০২ ।। শ্যামলী, ঢাকা।।
No comments:
Post a Comment