অদৃশ্য শত্রুরা ঘুরছে চৌদিকে
নতুন বর্ষ যে দাঁড়িয়ে চৌকাঠে।
বিবর্ণ মলিন ভয়ার্ত ধরণী
ভুলিনি তবুও বঙ্গাব্দ বরণী।
ভয়কে আমরা করবো যে জয়
বাঙালি নিয়েছে শপথ অভয়।
গৃহ মাঝে গড়ি আনন্দ ভূবন
মনে মনে সেথা অনিন্দ্য কানন।
মৃত্যু-ক্ষুধা-মন্দা, হৃদয় সুগন্ধা
উৎসব মুখর সকাল সন্ধ্যা।
নিয়েছি শপথ আনবো সুদিন
মায়ের, জাতির, বন্ধনের ঋণ।
আমন্ত্রণটা ভাই রইলো তোলা
শত্রু গেলে এসো, দুয়ারটা খোলা।
মিষ্টি পিঠা পুলি পায়েষ সেমাই
মিলবো আবার আড্ডায় সবাই।
দুরত্ব ঘুচুক তোমার আমার
অসুর নিধনে মিলবো এবার।
নব আলোতে অন্ধকার কাটুক
মঙ্গল সুরেতে ভূবন দুলুক।
১ বৈশাখ, ১৪২৭ ।। ১৪ এপ্রিল ২০২০ শ্যামলী, ঢাকা।
No comments:
Post a Comment