Friday, April 17, 2020

দর্শন বিহনে - কামরান চৌধুরী

 কামরান চৌধুরী

কতদিন রাখিনি চোখ ঐ মিষ্টি দুটি চোখে
কতদিন রাখিনি হাত তোমার প্রিয় হাতে|
অবাক চাহনি হারিয়ে যায় সে পাখা মেলে
ফিরে পাব প্রাণ কফির আড্ডায় সুন্দর বিকেলে।
অব্যক্ত কথারা গোলাপ কুঁড়িতে প্রস্ফুটিত
ছুটে চলা চঞ্চল কিশোরী হরিনীর ন্যায়
ছটফট করি যেন প্রিয় সঙ্গ কামনায়
আর তুমি অবহেলা করে সরে সরে যাও।
রংধনু ছুঁতে, কৃষ্ণচূড়ায় রঙ মাখাতে
হাসিতে লাগানো বিদ্যুৎ চমক মেঘে ঢাকে।
বৈশাখী ঝড় শেষে আসবে শীতল বাতাস
অধরা তোমাকে কাছে ধরার পাবে প্রয়াস
চেনা অচেনা পথের তৃণ স্বাগত জানাবে
বিবর্ণ মলিন শহরটা প্রাণ খুঁজে পাবে।
আর কতদিন অপেক্ষায় প্রহর গুণবো
আর কত পূর্ণিমা অমাবস্যা পেরোতে হবে
কতটা ঋতু পেরিয়ে যাবে দর্শন বিহনে
আতঙ্কে আতঙ্কে কাটবে আমাদের জীবন।
জং ধরা শরীরের গাঁটে গাঁটে ধরে ব্যথা
ঘুচে যাবে কবে সামাজিক দূরত্বের বেড়া??
১৭ এপ্রিল, ২০২০ ।। শ্যামলী, ঢাকা

No comments:

Post a Comment