আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল
দুর সাগরে দেবো পারি,
স্বপ্নগুলো হারিয়ে এখন
আধার রাতে ভাসাই তরী।
ভোরের আলো দেয়না উঁকি
অমানিশা জীবন জুড়ে,
শরৎ মেঘের শীতল হাওয়ায়
হয়না ঘোরা উড়ে উড়ে।
গভীর রাতের তারার মেলায়
জ্বলছে আলো মিটি মিটি,
ইচ্ছে করে তারা মেলায়
তারার সাথে বাঁধি জুটি।
মেঘ বালিকা আপন মনে
যায় যে ভেসে হেঁসে হেঁসে,
ইচ্ছে হলে খেলার ছলে
বৃষ্টি হয়ে ঝরে শেষে।
মনের মাঝে লুকিয়ে থাকা
ইচ্ছেগুলো ভাবনা অলীক,
হারিয়ে এখন পথের দিশা
দিশেহারা পথের পথিক।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময়কাল, ঢাকা,১৪/১০/২০১৯ ইং।
অমানিশা জীবন জুড়ে,
শরৎ মেঘের শীতল হাওয়ায়
হয়না ঘোরা উড়ে উড়ে।
গভীর রাতের তারার মেলায়
জ্বলছে আলো মিটি মিটি,
ইচ্ছে করে তারা মেলায়
তারার সাথে বাঁধি জুটি।
মেঘ বালিকা আপন মনে
যায় যে ভেসে হেঁসে হেঁসে,
ইচ্ছে হলে খেলার ছলে
বৃষ্টি হয়ে ঝরে শেষে।
মনের মাঝে লুকিয়ে থাকা
ইচ্ছেগুলো ভাবনা অলীক,
হারিয়ে এখন পথের দিশা
দিশেহারা পথের পথিক।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময়কাল, ঢাকা,১৪/১০/২০১৯ ইং।
No comments:
Post a Comment