বাবা তোমার ছোট্ট ফাহাদ
তোমার কাঁধে চড়ে,
খেলার ছলে স্বপ্ন ছিল
তোমার হাত ধরে।
তোমার কাঁধে বসে বসে
স্বপ্ন ছিল দু'চোখ ভরা,
একটি দেশের তারা হবো
খ্যাতি হবে বিশ্বজোরা।
কিন্তু বাবা শুনলো নাতো
বুঝলো নাতো ওরা,
তাইতো এখন তোমায় ছেড়ে
গভীর রাতের তারা।
তোমার কাঁধে লাশ হয়ে আজ
তোমার ফাহাদ চড়ে,
আমার ছায়া আকাশ ছুঁয়ে
রইবে দেশের তরে।
বাবা তুমি কাঁদবে নাতো
ফেলবে না আর জল,
তোমার ছেলে এইতো আমি
জ্যোসনা আলোর ঢল।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময় কাল ,ঢাকা, ১১/১০/২০১৯ ইং।
স্বপ্ন ছিল দু'চোখ ভরা,
একটি দেশের তারা হবো
খ্যাতি হবে বিশ্বজোরা।
কিন্তু বাবা শুনলো নাতো
বুঝলো নাতো ওরা,
তাইতো এখন তোমায় ছেড়ে
গভীর রাতের তারা।
তোমার কাঁধে লাশ হয়ে আজ
তোমার ফাহাদ চড়ে,
আমার ছায়া আকাশ ছুঁয়ে
রইবে দেশের তরে।
বাবা তুমি কাঁদবে নাতো
ফেলবে না আর জল,
তোমার ছেলে এইতো আমি
জ্যোসনা আলোর ঢল।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময় কাল ,ঢাকা, ১১/১০/২০১৯ ইং।
No comments:
Post a Comment