Sunday, November 24, 2019

পেঁয়াজ


গিন্নী যখন বলছে হেঁসে
আনতে হবে পেঁয়াজ,
রমেশ তখন ডুকরে কাঁদে
হয়না কোন আওয়াজ।

পেঁয়াজ এখন ঝাঁজে বেশি
এইতো এখন দেশে,
তাইতো রমেশ অতি দুঃখে
কান্না ভুলে হাসে।
গিন্নীকে সে শাসিয়ে বলে
বুকে চেপে কষ্ট,
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এটাই কথা স্পষ্ট।
গিন্নী তাঁর বুঝ মানেনা
তেড়ে আসে দ্বিগুন,
পেঁয়াজ ছাড়া রাঁধবেনা সে
হউক না দামে আগুন।
করবে কি আর রমেশ বাবু
নিজের মাথা ঠোকে,
খিটখিটে তার মেজাজ নিয়ে
বিরবিরিয়ে বকে।



কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময়কাল, ০৬/১০/২০১৯ইং।

No comments:

Post a Comment