Sunday, November 24, 2019

যাত্রী


দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
সোনালি ফসল হাসে,
সবুজের সমারোহে শীতল পরশে
সবুজেই থাকি বসে।

মেঘমালা ছুটে চলে অবিরাম
আপন খেয়ালের বশে,
ইচ্ছে করে ডানা মেলে উড়ে যাই
মেঘমালা মেঘেদের দেশে।
ভেজা মেঘ হয়ে মেঘে ভেসে
রইবো অনন্তকাল,
বৃষ্টির ফোটা হয়ে অঝোর ধারায়
ঝরিবে ব্যথার জল।
কুয়াশা জড়ানো ভোরের সকাল
শিশির কণা ঘাসে,
ভেজা পায়ে হাঁটোবোনা আর
ছায়া হবো অনায়াসে।
গোধূলি আকাশে দিগন্ত জোড়া
রক্তিম আভায় মিশে,
আঁধারের যাত্রী হয়ে মিলে যাবো
ফিরিবোনা আর দিনশেষে।


কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময়কাল ,ঢাকা, ০৮/০৯/২০১৯ ইং।

No comments:

Post a Comment