এইতো আমার বুকের মাঝে,
বইছে বড় নদী,
সেই নদীতে ভেসে যেতাম
থাকতে কাছে যদি।
আমার অনেক স্বপ্ন ছিল
জোয়ার ভাটায় ধীরে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
ঢেউয়ের দোলার ভীড়ে।
অনেক দুরের শেষ সীমানায়
নদীর জলে ভেসে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
তোমায় ভালোবেসে।
সাগর নদীর মিলন যেথায়,
সেই মোহনার বাঁকে,
রইবো সেথায় দু'জন মিলে
গাঁঙচিলেদের ঝাঁকে।
কিন্তু এখন বুকের মাঝে
শূন্য বালু চর,
তোমায় নিয়ে ভালোবাসার
হয়না বাধা ঘর।
কবি- মোঃ ইবাদুল হাসান ( ইবু )
কবিতাটি লেখার সময়কাল ঢাকা, ২৪/১০/২০১৯ ইং।
জোয়ার ভাটায় ধীরে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
ঢেউয়ের দোলার ভীড়ে।
অনেক দুরের শেষ সীমানায়
নদীর জলে ভেসে,
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
তোমায় ভালোবেসে।
সাগর নদীর মিলন যেথায়,
সেই মোহনার বাঁকে,
রইবো সেথায় দু'জন মিলে
গাঁঙচিলেদের ঝাঁকে।
কিন্তু এখন বুকের মাঝে
শূন্য বালু চর,
তোমায় নিয়ে ভালোবাসার
হয়না বাধা ঘর।
কবি- মোঃ ইবাদুল হাসান ( ইবু )
কবিতাটি লেখার সময়কাল ঢাকা, ২৪/১০/২০১৯ ইং।
No comments:
Post a Comment