Sunday, November 24, 2019

আপন মন


গোধূলিতে শঙ্খ নদীর তীরে
ঘুরেছি আপন সে মনে,
ঢেউগুলো যে বলছে আমায়
যাইনা ঢেউয়ের সনে।

বলছে আমায় আস্তে করে
ফিসফিসিয়ে কানে,
ঢেউয়ের সাথে দোলায় দুলে
চলনা যাই অন্য কোনখানে
যেথায় আছে ফুল পাখিরা
উথলে ওঠা সুর,
আকাশ নীলে ছুঁয়ে ছুঁয়ে
জ্যোৎস্না রাতের দুপুর।
থাকবে হেথায় লক্ষ তারা
তারার মেলার সারি,
ধবল জ্যোৎস্নায় আকাশ জুড়ে
উড়ছে সাদা পরী।
পরী হয়ে রইবো আমি
ঐ আকাশের নীলে,
রইবো ভেসে শঙ্খ নদীর
ঢেউয়ের তালে তালে।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) , লেখার সময় কাল , বরিশাল ০২/১১/২০১৯ইং।

No comments:

Post a Comment