সন্ধ্যা রাতে আকাশ জুড়ে
তারার মেলা বসে,
আলেয়ারা আলো জ্বেলে
হঠাৎ পরে খসে।
দূর আকাশে লক্ষ তারা
খেলায় মাতোয়ারা,
আপন তালে তারার দল
নাচিয়ে বাঁধন হারা।
দুপুর রাতে তারার দল
সাজিয়ে তারার ডালা,
আকাশ তারা উৎসবে তাই
রাতের মিলন মেলা।
তারার সাথে মিটিমিটি
জোনাকিরা উড়ে,
এমন করে আলোর ধারা
ধরায় ঝরে পড়ে।
জ্যোৎস্না আকাশ ছড়িয়ে দেয়
তারায় ভরা আঁচল,
ঝিলিক জ্বলা আকাশ তারা
যেন সুর ছড়ানো মাদল।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময়কাল- বরিশাল, ০৫/১০/২০১৯ ইং
খেলায় মাতোয়ারা,
আপন তালে তারার দল
নাচিয়ে বাঁধন হারা।
দুপুর রাতে তারার দল
সাজিয়ে তারার ডালা,
আকাশ তারা উৎসবে তাই
রাতের মিলন মেলা।
তারার সাথে মিটিমিটি
জোনাকিরা উড়ে,
এমন করে আলোর ধারা
ধরায় ঝরে পড়ে।
জ্যোৎস্না আকাশ ছড়িয়ে দেয়
তারায় ভরা আঁচল,
ঝিলিক জ্বলা আকাশ তারা
যেন সুর ছড়ানো মাদল।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময়কাল- বরিশাল, ০৫/১০/২০১৯ ইং
No comments:
Post a Comment