চাঁদের সাথে মেঘের রাশি
খেলছে অনায়াসে,
পূর্ণিমাতে ধবল আলো
উঠোন জোড়া হাসে।
জ্যোছস্না আলোর সাদা চাদর
মাঠের পরে মাঠেে
ফুল শোভিত আলোর বিছনা
আপন মনে ছোটে।
নদীর বুকে রূপালি আলো
আলোর ঝিকিমিকি,
আকাশ থেকে ঝরে পড়ে
আলোর কনা ফুলকি।
শিশির ভেজা নরম ঘাসে
শিশির কনার ঝলক,
রাতের পাখি উড়াল দেয়
ছাপিয়ে ওদের পালক।
এই যে এমন চাঁদের হাসি
আলোর ধারা যতো
পূর্ণিমাতে আলোর ঝরনা
ঝরে অবিরত।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময় কাল- ঢাকা,০৭/১১/২০১৯ ইং।
মাঠের পরে মাঠেে
ফুল শোভিত আলোর বিছনা
আপন মনে ছোটে।
নদীর বুকে রূপালি আলো
আলোর ঝিকিমিকি,
আকাশ থেকে ঝরে পড়ে
আলোর কনা ফুলকি।
শিশির ভেজা নরম ঘাসে
শিশির কনার ঝলক,
রাতের পাখি উড়াল দেয়
ছাপিয়ে ওদের পালক।
এই যে এমন চাঁদের হাসি
আলোর ধারা যতো
পূর্ণিমাতে আলোর ঝরনা
ঝরে অবিরত।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
কবিতাটি লেখার সময় কাল- ঢাকা,০৭/১১/২০১৯ ইং।
No comments:
Post a Comment