যে দুঃখ পেয়েছে ঐ বুড়ো বটগাছ
তার নিরাময় কী
যে বাউল দুমুঠো ভাত চায়নি কোনদিন
তবুও মনের আনন্দে গান গেয়ে হেঁটে গেছে
তার লম্বা চুল অথবা খোঁপার ভেতর
কী এমন ভয় ছিল বলতে পার?
উত্তর জানা নেই
আহারে বকুলের ফুল!
তুমি শুকিয়ে যাওয়ার পরও গন্ধ বিলাও।
শীর্ণা নদীর ধারে কেঁদেছে পথিক
তার কোন ঘর নেই।
মহাজন মাথা গুনে নিয়ে গেছে তিনবার
মরে যাবার ভয়ে আড়াল খুঁজে নেওয়া
গাছটাও মরে গেছে
আজ সবটুকু নালিশ আমার নদীর কাছে
ও আমার পদ্মা নদী তুমি কি পদ্মাবতী?
নাকি আমার মা
সেবার কর্কট রোগে মা চলে গেছে
তারপর কতদিন মা বলে ডাকিনি
আজ মা বলে ডেকে ডেকে পরান জুড়াবো
আমার ভালবাসার খবর রাখেনা কেউ
কোন এক মহাকাব্যের পাতায়
আমার ভালবাসার কথা লিখে রেখো।
তার নিরাময় কী
যে বাউল দুমুঠো ভাত চায়নি কোনদিন
তবুও মনের আনন্দে গান গেয়ে হেঁটে গেছে
তার লম্বা চুল অথবা খোঁপার ভেতর
কী এমন ভয় ছিল বলতে পার?
উত্তর জানা নেই
আহারে বকুলের ফুল!
তুমি শুকিয়ে যাওয়ার পরও গন্ধ বিলাও।
শীর্ণা নদীর ধারে কেঁদেছে পথিক
তার কোন ঘর নেই।
মহাজন মাথা গুনে নিয়ে গেছে তিনবার
মরে যাবার ভয়ে আড়াল খুঁজে নেওয়া
গাছটাও মরে গেছে
আজ সবটুকু নালিশ আমার নদীর কাছে
ও আমার পদ্মা নদী তুমি কি পদ্মাবতী?
নাকি আমার মা
সেবার কর্কট রোগে মা চলে গেছে
তারপর কতদিন মা বলে ডাকিনি
আজ মা বলে ডেকে ডেকে পরান জুড়াবো
আমার ভালবাসার খবর রাখেনা কেউ
কোন এক মহাকাব্যের পাতায়
আমার ভালবাসার কথা লিখে রেখো।
No comments:
Post a Comment