গাছেদের আজ অসুখ করেছে -
সবুজ নেই ওদের পাতা,
বিবর্ণ পাতার করুণ আর্তনাদ
শুনেও তোমরা কালা?
ঝরা পাতার মর্মর ধ্বনি
পাও না শুনতে?
ওদের যে বড় কষ্ট
শ্বাস নিতে পারছে না,
অনেক ডেকেছে তোমাদের -
আর পারছেনা ...
গভীর অন্ধকার ওদের চোখে।
কেউ শুনল না ওদের আর্তি,
ওরাই যে দু'হাতে আগলেছিল,
সভ্যতার ঝড়ে অন্ধ হয়ে
উন্নতির চাকা ছাড়া কিছু দেখলে না।
ওরাই যোগাত তোমাদের অক্সিজেন,
ওরাই দেয় ছায়া পথিককে।
তবু লোভ আর মিথ্যে প্রগতিতে
কুঠার হেনে গেছো ওদের বুকে।
রক্তাক্ত গাছ তবুও জড়িয়ে মাটি
আঁকড়ে ধরেছিল শেকড় দিয়ে -
কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব মানুষ
তুলে গেছে উচ্চ অট্টালিকা,
বানিয়েছে কারখানা,
উদযাপন করেছে প্রলয়ের।
চাহিদার আকাশ ছুঁতে গিয়ে
আজ হারাচ্ছে জীবন,
ক্রুদ্ধ প্রকৃতি সগর্জনে
নেমেছে আজ ধ্বংসযজ্ঞে।
প্রলয়ের এই সংহারী রুপের কাছে
আমরা শিশু, চির পরাজয়ী।
No comments:
Post a Comment