Mindger.com বা ব্লগের একজন নিবন্ধিত লেখক হিসেবে যে কোন লেখা দেয়ার ক্ষেত্রে লেখকদেরও বেশ কিছু অধিকার আছে। Mindger.com বা ব্লগ আপনাদের সকল অধিকার সব সময় সংরক্ষণ করে এবং সম্মান করে।
১. পোস্ট সংক্রান্ত
১.১ Mindger.com বা ব্লগে প্রকাশিত সকল লেখার স্বত্ব লেখকের নিজের। Mindger.com বা ব্লগ কর্তৃপক্ষ প্রকাশিত লেখার স্বত্ব দাবি করে না। এখানে প্রকাশিত যে কোন লেখা, লেখক অন্য যে কোন জায়গায় প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রাখে। সেটা নিজের ব্যক্তিগত ব্লগ, সামাজিক ওয়েবসাইট হোক অথবা অন্য যে কোন জায়গায়ই হোক। অন্য জায়গায় প্রকাশ করলে , ‘পূর্বে Mindger.com বা ব্লগে প্রকাশিত’ লিখে লিংক করে দিন। এতে আপনার লেখার গুরুত্ব বৃদ্ধি পাবে।
১.২ প্রকাশিত লেখার সম্পূর্ণ স্বত্ব লেখকের হলেও; Mindger.com বা ব্লগ কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে যেকোনো লেখার আংশিক বা পুরোপুরি পরিবর্ধন, পরিমার্জন, সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার রাখে। তবে সেটা সংশ্লিষ্ট লেখককে জানিয়েই করা হবে। এখানে প্রকাশিত লেখা প্রয়োজনে Mindger.com বা ব্লগে অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে লেখকের অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হতে পারে।
২. মন্তব্য সংক্রান্ত
২.১ শুধু মাত্র নিবন্ধনকৃত সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে। নিবন্ধন ছাড়া কোন মন্তব্যের অধিকার Mindger.com বা ব্লগ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে না।
২.২ মন্তব্যের সকল অধিকার সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার সদস্যের নিজের।
২.৩ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব মূলপোস্টকৃত সদস্যের নিজের।
৩. অধিকার পরিবর্তন
৩.১ Mindger.com বা ব্লগের সদস্য অধিকার পরিবর্তনশীল। সময়ের প্রয়োজনে অধিকারে এক বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন বা সংযোজন করা হতে পারে। তবে লক্ষ্য রাখা হবে তা কখনই যেন কোন সদস্যের মূল অধিকার খর্ব না করে। অধিকারের বড় ধরনের কোন পরিবর্তন হলে তা ঘোষনা দিয়ে জানিয়ে দেয়া হবে।
No comments:
Post a Comment