Monday, November 25, 2019

কম্পিউটার কি এবং বিভিন্ন অংশ




কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য বা ডেটা প্রক্রিয়া,সংরক্ষণ এবং পুনরুদ্ধার
করার ক্ষমতা রাখে। কম্পিউটার হল এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা অতি দ্রুত নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌগিক সমাধান দেয়। 1812 সালে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ গাণিতিক সমস্যা সমাধানে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং 1833 সালে এনালিটিক্যাল ইঞ্জিন উদ্ভাবন করে কম্পিউটারের জনক হিসেবে পরিচিত হন। কম্পিউটার বিভিন্ন প্রজন্ম অতিক্রম করে বিশাল আকৃতির কম্পিউটার থেকে ক্ষুদ্র  পামটপ কম্পিউটারে পরিবর্তন ঘটে। আমাদের বর্তমান দিনের কম্পিউটার কে মাইক্রোকম্পিউটার বলে অভিহিত করা হয়। মাইক্রো কম্পিউটার এর চারটি ভাগ ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ও পাম্প।



কম্পিউটারের বিভিন্ন অংশ (পার্ট অফ কম্পিউটার)


কম্পিউটার সাধারণত তিন ধরনের অংশ দ্বারা গঠিত। ...

1) ইনপুট ইউনিট 2) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 3) আউটপুট ইউনিট।


ইনপুট এর মাধ্যমে ডেটা বা ডাটা কম্পিউটারে প্রবেশ করানো হয়, তারপর ওই   ডাটা মূল কার্যকারী
অংশের মাধ্যমে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর মাধ্যমে রূপান্তরিত হয়ে নির্দিষ্ট কার্য সম্পাদনের পর
আউটপুট এর মাধ্যমে দেখা যায়। 
1) ইনপুট ইউনিট : যে অংশগুলির মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সেই অংশগুলোক
বলে ইনপুট ইউনিট। মাউস, কিবোর্ড, ক্যামেরা ইত্যাদি ইনপুট ডিভাইস উদাহরণ।

3) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ: সমস্ত কম্পিউটার সিস্টেমের হার্ট বা প্রাণ স্বরূপ হল সি পি ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সাধারণত
সিপিইউ i) অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট ii) মেমরি ইউনিট iii)  কন্ট্রোল ইউনিট এই তিন ভাগে
বিভক্ত করা হয়।


i) অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট : যেকোনো ধরনের পার্টি গণিত সমীকরণ বা বিভিন্ন যৌগিক ক্রিয়া সম্পাদনের জন্য অ্যারিথমেটিক এবং
লজিক্যাল ইউনিট দায়বদ্ধ থাকে।


ii) মেমরি ইউনিট:
মেমরি ইউনিট এ তথ্য ও প্রোগ্রাম ইত্যাদি সঞ্চয় করে রাখা হয়। মেমরি ইউনিট আবার দু'ভাগে বিভক্ত
a) হচ্ছে প্রাইমারি মেমোরি ও b) সেকেন্ডারি মেমোরি
a ) প্রাইমারি মেমোরি : কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম গুলো মেমোরিতে যে অংশের মধ্যে সঞ্চিত থাকে তাকে বলা হয় প্রাইমারি মেমোরি। সাধারণত প্রাইমারি মেমোরি রাম (RAM ) এবং রোম (ROM) দুইভাগে বিভক্ত
RAM (Random Access Memory) : বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহৃত তথ্যাদি এবং কম্পিউটার ব্যবহারকারীদের ব্যবহৃত তথ্য এই মেমোরিতে  সঞ্চিত থাকে। এই মেমোরিতে সঞ্চিত তথ্যাদি পড়া ও লেখা উভয়ই সম্ভব। RAM মেমোরিতে সঞ্চিত তথ্যাদি উদ্বায়ী অর্থাৎ পাওয়ার সুইচ বন্ধ করা মাত্র এই মেমোরি তে সঞ্চিত তথ্য মুছে যায় বা ডিলেট হয়ে যায়, আর সেভ থাকে না।


ROM (Read Only Memory) : কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় তথ্যাদি স্থায়ী প্রোগ্রাম গুলি এই
মেমোরিতে সঞ্চিত থাকে। সাধারণত এই মেমোরিতে কেবল পড়া বা দেখা সম্ভব। এই মেমোরিতে সঞ্চিত তথ্যাদি অনউদ্বায়ী। অর্থাৎ পাওয়ার সুইচ বন্ধ করা বা না করা সঙ্গে এই মেমোরিতে সঞ্চিত তথ্যাদি মুছে
যায় না।

b ) সেকেন্ডারি মেমোরি : এই মেমোরিতে বিপুল পরিমাণে তথ্যাদি সঞ্চিত করে রাখা যায়। এই মেমোরিতে প্রধানত স্থায়ী এবং ইচ্ছা
অনুযায়ী সঞ্চিত তথ্যাদি পরিবর্তন করা সম্ভব সেকেন্ডারি মেমোরি মধ্যে হার্ডডিক্স সিডি ডিভিডি ইত্যাদি
উল্লেখযোগ্য।


মেমোরি সঞ্চয় ক্ষমতা     Bit,
Byte =1024 Bit
Kilobyte (KB) = 1024 Byte
Megabyte(MB) =1024 KB
Gigabyte (GB) =1024 MB
Terabyte(TB) = 1024 GB


iii)  কন্ট্রোল ইউনিট :  এর সাহায্যে বিভিন্ন যন্ত্রাংশের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় এবং বিভিন্ন ইউনিট এর মধ্যে যোগসূত্র স্থাপিত হয়।


সি পি ইউ বা সিস্টেম ইউনিট এর ভিতর সাধারণত যে অংশগুলি থাকে সেগুলি হল..

1)  Motherboard

i) Processor
ii) Math co-processor
iii) RAM (Random Access Memory)
iv) ROM (read only memory)
v) DIP (dual in-line package) switch (PC/XT only)
vi) Rechargeable battery (PC/AT and PS/2)
vii) Expansion slot or I/O slot
viii) Keyboard connector
ix) PS/2 Mouse connector
x) Parallel port
xi) Serial port
Xii) USB port
Xiii) Power connector

2) Hard disk controller

3) CD ROM driver controller

4)Display adapter
i) Monochrome graphics adapter(MGA)
ii) Colour graphics adapter (CGA)
iii) Enhanced graphics adapter (EGD)
iv)Video graphics adapter (VGA)
v) Super video graphic adapter (SVGA)

5) Power supply unit

6)   Trape driver controller

7)  Multi I/O card

8) Storage  devices ( HDD, CD-Rom/ DVD Drive )

3) আউটপুট ইউনিট: কম্পিউটার ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া সম্পাদনের পর যে 
অংশগুলি সহায়তায় কম্পিউটার সাধারণের বোধগম্য ভাষায় তা দৃশ্যমান করে তাকে বলে নির্গমন অংশ বা 
আউটপুট ডিভাইস।মনিটর বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, প্রিন্টার প্রজেক্টর ইত্যাদি উল্লেখযোগ্য 
আউটপুট ডিভাইস। আবার  মিউজিক শোনার জন্য সাউন্ড কার্ড হলো আরেকটি উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস।

No comments:

Post a Comment