অনাদিকাল থেকে তব নাম সুধায়
আশ্রয় চেয়েছি মৃত্তিকার ধূলায়।
তব নাম যপলে শিব, বিষ্ণু, ইন্দ্র, বরুণ
দাঁড়ায় পাশে বিনত ভক্তের করে বরণ।
মঙ্গলময়ী, তব আরাধনার সারথি আমি
মা, মাগো, তোমার পায়ে অর্ঘদানি
করুনা চাহি, বন্দনা করি মুক্তি সনে
পরিশুদ্ধ আলো দাও আমার মনে।
তোমার চরণ ধরে, চরণতলে বসি
অন্তরে তোমার গুণ মহিমার স্পর্শ পশি।
তোমার ত্রিশুল, খড়গ, চক্র, বান, শক্তি, ধনুক, ঢাল
ঘন্টা, পরশু, নাগপাশ দশ অস্ত্রে করো সব অসুর নাশ।
তুমিই সর্বশক্তি সর্বরূপের আধার
তোমারে স্মরি মাগো জীবনের চারধার।
আশ্রয় চেয়েছি মৃত্তিকার ধূলায়।
তব নাম যপলে শিব, বিষ্ণু, ইন্দ্র, বরুণ
দাঁড়ায় পাশে বিনত ভক্তের করে বরণ।
মঙ্গলময়ী, তব আরাধনার সারথি আমি
মা, মাগো, তোমার পায়ে অর্ঘদানি
করুনা চাহি, বন্দনা করি মুক্তি সনে
পরিশুদ্ধ আলো দাও আমার মনে।
তোমার চরণ ধরে, চরণতলে বসি
অন্তরে তোমার গুণ মহিমার স্পর্শ পশি।
তোমার ত্রিশুল, খড়গ, চক্র, বান, শক্তি, ধনুক, ঢাল
ঘন্টা, পরশু, নাগপাশ দশ অস্ত্রে করো সব অসুর নাশ।
তুমিই সর্বশক্তি সর্বরূপের আধার
তোমারে স্মরি মাগো জীবনের চারধার।
তুমি সতী, সাধ্বী, লক্ষ্মী, ঐন্দ্রী, ভবপ্রীতা, ভবানী
আর্য্যা, আদ্যা, দুর্গা, বনদুর্গা, বহুলা, ভবমোচনী।
তুমিই চিত্রা, ত্রিনেত্রা, চন্দ্রঘন্টা, মহাতপা, পিনাকধারিণী
চিতা, চিতি, মনঃ, অহঙ্কারা, বুদ্ধি, চিত্তরূপা, শূলধারিণী।
তুমি নিত্যা, অনন্তা, ভাব্যা, ভব্যা, অভব্যা, ভাবিনী,
চিন্তা, সদগতি, সর্ববিদ্যা, সর্বমন্ত্রময়ী, সত্যানন্দস্বরূপিণী।
তুমি দেবমাতা, রত্নপ্রিয়া, শাম্ভবী, দক্ষকন্যা, দক্ষযজ্ঞবিনাশিনী
অপর্ণা, পাটলা, পাটলাবতী, ক্রুরা, মাতঙ্গী, কলমঞ্জীররঞ্জিনী।
তুমিই অনন্তা, সুন্দরী, সুরসুন্দরী, ভদ্রকালী, বিষ্ণুমায়া
সত্যা, ক্রিয়া, জ্ঞানা, বৈষ্ণবী, বিমলা, বারাহী, চামুন্ডা, জয়া।
তুমিই কন্যা, কুমারী, কৈশোরী, যুবতী, যতি, প্রৌঢ়া, অপ্রৌঢ়া, কৌমারী
ব্রাহ্মী, মাহেশ্বরী, বৃদ্ধমাতা, বলপ্রদা, মহোদরী মহাবালা, জলোদরী।
তুমিই করালী, মুক্তাকেশী, ঘোররূপা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, তপস্বিনী
কালরাত্রি, ভদ্রকালী, নারায়ণী, শিবদূতী, সাবিত্রী, কাত্যায়নী।
তুমি পুরুষাকৃতি, উৎকর্ষিণী, বুদ্ধিদা, বহুলপ্রেমা, মহিষাসুরমর্দিনী
অনেকবর্ণা, অমেয়বিক্রমা, প্রত্যক্ষা, পট্টাম্বরপরিধানা. সর্ববাহনবাহনা
তুমি পরমেশ্বরী, ব্রহ্মবাদিনী, সর্বশাস্ত্রময়ী, সর্বাস্ত্রধারিণী, সর্বদানবঘাতিনী
মতঙ্গমুনিপূজিতা, সর্বসুরবিনাশা, অনেকশস্ত্রহন্তা, অনেকাস্ত্রধারিণী।
তুমিই মধুকৈটভহন্ত্রী, চন্ডমুন্ডবিনাশিনী, নিশুম্ভনিশুম্ভহননী মাগো।
তোমার নামের আরাধনায় মাগো জীবন করি যে পার
স্বর্গ-মর্তে দান কর তুমি সুখ ঐশর্য্য অপার।।
কবি - কামরান চৌধুরী
আর্য্যা, আদ্যা, দুর্গা, বনদুর্গা, বহুলা, ভবমোচনী।
তুমিই চিত্রা, ত্রিনেত্রা, চন্দ্রঘন্টা, মহাতপা, পিনাকধারিণী
চিতা, চিতি, মনঃ, অহঙ্কারা, বুদ্ধি, চিত্তরূপা, শূলধারিণী।
তুমি নিত্যা, অনন্তা, ভাব্যা, ভব্যা, অভব্যা, ভাবিনী,
চিন্তা, সদগতি, সর্ববিদ্যা, সর্বমন্ত্রময়ী, সত্যানন্দস্বরূপিণী।
তুমি দেবমাতা, রত্নপ্রিয়া, শাম্ভবী, দক্ষকন্যা, দক্ষযজ্ঞবিনাশিনী
অপর্ণা, পাটলা, পাটলাবতী, ক্রুরা, মাতঙ্গী, কলমঞ্জীররঞ্জিনী।
তুমিই অনন্তা, সুন্দরী, সুরসুন্দরী, ভদ্রকালী, বিষ্ণুমায়া
সত্যা, ক্রিয়া, জ্ঞানা, বৈষ্ণবী, বিমলা, বারাহী, চামুন্ডা, জয়া।
তুমিই কন্যা, কুমারী, কৈশোরী, যুবতী, যতি, প্রৌঢ়া, অপ্রৌঢ়া, কৌমারী
ব্রাহ্মী, মাহেশ্বরী, বৃদ্ধমাতা, বলপ্রদা, মহোদরী মহাবালা, জলোদরী।
তুমিই করালী, মুক্তাকেশী, ঘোররূপা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, তপস্বিনী
কালরাত্রি, ভদ্রকালী, নারায়ণী, শিবদূতী, সাবিত্রী, কাত্যায়নী।
তুমি পুরুষাকৃতি, উৎকর্ষিণী, বুদ্ধিদা, বহুলপ্রেমা, মহিষাসুরমর্দিনী
অনেকবর্ণা, অমেয়বিক্রমা, প্রত্যক্ষা, পট্টাম্বরপরিধানা. সর্ববাহনবাহনা
তুমি পরমেশ্বরী, ব্রহ্মবাদিনী, সর্বশাস্ত্রময়ী, সর্বাস্ত্রধারিণী, সর্বদানবঘাতিনী
মতঙ্গমুনিপূজিতা, সর্বসুরবিনাশা, অনেকশস্ত্রহন্তা, অনেকাস্ত্রধারিণী।
তুমিই মধুকৈটভহন্ত্রী, চন্ডমুন্ডবিনাশিনী, নিশুম্ভনিশুম্ভহননী মাগো।
তোমার নামের আরাধনায় মাগো জীবন করি যে পার
স্বর্গ-মর্তে দান কর তুমি সুখ ঐশর্য্য অপার।।
কবি - কামরান চৌধুরী
No comments:
Post a Comment