নীল আকাশের নীচে চলো যাই নীলাচলে
ছোট-বড় পাহাড় ঘিরে আছে যাকে।
পাহাড় গায়ে কলাগাছ, বাঁশঝাড়, বুনোগুল্মলতা
মিলে মিশে আছে তারা চির জনমের মিতা।
সবুজের পথ বেয়ে, এঁকে বেঁকে উঠে, শিখর চুঁড়ে
কিভাবে উঠিল পাহাড় ভূমি ফুঁড়ে !
দুচোখে বিস্ময় নিয়ে দেখি চারিধার
পলকে পলকে মুগ্ধতার আধার।
ছবির মত দূরে লোকালয় যায় দেখা
পাহাড় বুকে আদিবাসী গৃহ সাজানো সেথা
সূর্যোদয় থেকে সূর্যাস্তে আকাশে রঙের একি খেলা
মুগ্ধতায় ছুটে আসি দূর থেকে এই মিলন মেলায়।
পাহাড়ের গায়ে গায়ে মেঘের আস্তরণ
দিগন্তে মনের যথেচ্ছ বিচরণ,
নির্মল সমীরণ অচঞ্চল করে মন
ভাবনার সীমান্তে পাহাড়ের মত মূঢ়তায়
জীবনের ক্ষণকাল কাটে স্তব্ধতায়
মুগ্ধতায় মুগ্ধতায় অপার করুণাময়ের বন্দনায়।।
ছোট-বড় পাহাড় ঘিরে আছে যাকে।
পাহাড় গায়ে কলাগাছ, বাঁশঝাড়, বুনোগুল্মলতা
মিলে মিশে আছে তারা চির জনমের মিতা।
সবুজের পথ বেয়ে, এঁকে বেঁকে উঠে, শিখর চুঁড়ে
কিভাবে উঠিল পাহাড় ভূমি ফুঁড়ে !
দুচোখে বিস্ময় নিয়ে দেখি চারিধার
পলকে পলকে মুগ্ধতার আধার।
ছবির মত দূরে লোকালয় যায় দেখা
পাহাড় বুকে আদিবাসী গৃহ সাজানো সেথা
সূর্যোদয় থেকে সূর্যাস্তে আকাশে রঙের একি খেলা
মুগ্ধতায় ছুটে আসি দূর থেকে এই মিলন মেলায়।
পাহাড়ের গায়ে গায়ে মেঘের আস্তরণ
দিগন্তে মনের যথেচ্ছ বিচরণ,
নির্মল সমীরণ অচঞ্চল করে মন
ভাবনার সীমান্তে পাহাড়ের মত মূঢ়তায়
জীবনের ক্ষণকাল কাটে স্তব্ধতায়
মুগ্ধতায় মুগ্ধতায় অপার করুণাময়ের বন্দনায়।।
কবি: কামরান চৌধুরী
No comments:
Post a Comment