Monday, March 30, 2020

যদি বেঁচে থাকি ।। কামরান চৌধুরী

যদি বেঁচে থাকি,
তবে, আবারও দেখা হবে
পৃথিবীর রূপ-রস-গন্ধ মাখা যাবে
অমৃতের স্বাদ নেবো সকলেই মিলে।
চারদিকে মৃত্যুর ইশারা
বেড়িয়ে যেওনা ঘর ছেড়ে কোনো ফাঁকে।
আলেয়ার হাতছানি সেথা
মনকে বোঝাও, সান্তনা দাও, ধৈর্য্ ধর
নিজের মাঝে নিজেই প্রতিরোধ গড়।
যদি বেঁচে থাকি
আবার যাবো তোমাদেরই কাছে
সাগর-পাহাড়, বিপনি বিতানে;
চেনা পথ, অচেনা শহর, অচেনা মানুষ খুশিতে বরণে।
ব্রহ্মপুত্র তীরে যাবো
বনজ্যোস্নায় নিরবতার শব্দ নেবো
দেখবো দু’জনে তারার মিলন।
ফাগুন হাওয়ায় ভাসবে তরী
হারাবে তখন কালের ঘড়ি।
যদি বেঁচে থাকি,
তবে আবার দেখা হবে।
প্রিয় সুখ উন্মাদনায় ভাসা যাবে।
বাঁশির সুরে ঘুম পাড়াবো-ভাঙাবো-ভাবাবো
ভালোবাসায় অঙ্গ ভরাবো।
বিকেলের ঝিরঝিরে বায়ু মাখবো দু’জন
দিগন্তের রঙিন আলোয় রাঙাবো জীবন।
যদি না বাঁচি, ধন-মান বিলিয়ে দেবো,
গচ্ছিত রেখে যাবো তোমার কাছে।
সুন্দর এ পৃথিবীর যা কিছু হয়নি দেখা
তোমার চোখে, আমার হয়ে দেখে নিও।
যদি বেঁচে থাকি, তবে, আবার দেখা হবে
অনন্তর পাশাপাশি চলা হবে ।।
৩০.৩.২০২০ ।। শ্যামলী, ঢাকা।।

No comments:

Post a Comment