কবি:- কামরান চৌধুরী |
আমার লেখা পড়ার জন্য জানি উন্মুখ হয়েই থাকো
তবু অজানা এক শঙ্কায় নিয়ত আবিষ্ট যেন মন।
অদৃশ্য এক ভাইরাস রাজত্ব করছে এ পৃথিবীতে
ক্রমে ক্রমে করছে গ্রাস নগর-গ্রাম পথ-প্রান্তর।
আকাশে-বাতাসে জলে-স্থলে তার সেকি আগ্রাসী দাপট
বিশ্ব জয়ী মানুষকে আজ গৃহবন্দী করে ছেড়েছে সে।
বিশ্ব মোড়লেরা হতাশায় উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যায়
অদৃশ্য শত্রুর আঘাতে সে নিরুপায় নিশ্চল নিশ্চুপ।
তবু অজানা এক শঙ্কায় নিয়ত আবিষ্ট যেন মন।
অদৃশ্য এক ভাইরাস রাজত্ব করছে এ পৃথিবীতে
ক্রমে ক্রমে করছে গ্রাস নগর-গ্রাম পথ-প্রান্তর।
আকাশে-বাতাসে জলে-স্থলে তার সেকি আগ্রাসী দাপট
বিশ্ব জয়ী মানুষকে আজ গৃহবন্দী করে ছেড়েছে সে।
বিশ্ব মোড়লেরা হতাশায় উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যায়
অদৃশ্য শত্রুর আঘাতে সে নিরুপায় নিশ্চল নিশ্চুপ।
তোমাকে দেখিনা কতদিন জানিনা কেমন আছো তুমি
মনে হয় পাখি হয়ে উড়ে যাই, তোমার মনের সীমানায়।
বিবর্ণ নগর ছেড়ে দিই, ছুটে যাই প্রকৃতির কোলে
সবুজ যেথা মেলেছে ডানা নীল আকাশের ছায়ে ছায়ে।
নীল শাড়ি পড়ে, হাতে রেশমি চুঁড়ির রিনিঝিনি শব্দে
উতলা মন ছুঁয়ে ছুঁয়েই আছড়ে পড় এ বেলাভূমে।
বুক ঘরে মাথা রেখে তুমি, শুনতে পাও নিশ্চুপ কান্না?
আলতো পরশে দেখো নেড়ে আঙুলের হীরা চুনী পান্না।
দরজা জানালা বন্ধ রেখে, খুলে দাও মনের জানালা
ফাগুনে ফুল ফোটাবো সেথা, স্পর্শ যাদুতে বসন্ত দোলা।
চাঁদ মেঘে লুকোচুরি খেলে, দেহের মাঝে চুম্বন তোলে
সহসা কম্পন থর থর, বুকের ঘরে আগলে রাখো।
আসবে সুদিন স্মৃতি রেখে, অদৃশ্য শত্রু যাবে পালিয়ে
থাকে প্রেম অন্তরে অন্তরে বাহুতে বাহুতে মিশে মিশে।
রাতের আকাশে তারারা যেমন ঘুমায় হেলান দিয়ে
তেমনি করে আমার বুকে ঘুমাবে নিশ্চুপ নিরাপদে।
জেগে আছে অদৃশ্য শত্রুরা, তুমি একটু অপেক্ষা করো
আসছি তোমার কাছে কাছে, দেবো নিরাপদ নীড় জেনো।।
৯.০৫.২০২০।। শ্যামলী, ঢাকা।
মনে হয় পাখি হয়ে উড়ে যাই, তোমার মনের সীমানায়।
বিবর্ণ নগর ছেড়ে দিই, ছুটে যাই প্রকৃতির কোলে
সবুজ যেথা মেলেছে ডানা নীল আকাশের ছায়ে ছায়ে।
নীল শাড়ি পড়ে, হাতে রেশমি চুঁড়ির রিনিঝিনি শব্দে
উতলা মন ছুঁয়ে ছুঁয়েই আছড়ে পড় এ বেলাভূমে।
বুক ঘরে মাথা রেখে তুমি, শুনতে পাও নিশ্চুপ কান্না?
আলতো পরশে দেখো নেড়ে আঙুলের হীরা চুনী পান্না।
দরজা জানালা বন্ধ রেখে, খুলে দাও মনের জানালা
ফাগুনে ফুল ফোটাবো সেথা, স্পর্শ যাদুতে বসন্ত দোলা।
চাঁদ মেঘে লুকোচুরি খেলে, দেহের মাঝে চুম্বন তোলে
সহসা কম্পন থর থর, বুকের ঘরে আগলে রাখো।
আসবে সুদিন স্মৃতি রেখে, অদৃশ্য শত্রু যাবে পালিয়ে
থাকে প্রেম অন্তরে অন্তরে বাহুতে বাহুতে মিশে মিশে।
রাতের আকাশে তারারা যেমন ঘুমায় হেলান দিয়ে
তেমনি করে আমার বুকে ঘুমাবে নিশ্চুপ নিরাপদে।
জেগে আছে অদৃশ্য শত্রুরা, তুমি একটু অপেক্ষা করো
আসছি তোমার কাছে কাছে, দেবো নিরাপদ নীড় জেনো।।
৯.০৫.২০২০।। শ্যামলী, ঢাকা।
No comments:
Post a Comment