গোল গোল গোল, উঠেছে দর্শক মেতে, গোল-গোল উৎসবে,
রেফারির বাঁশি, লাইন্সম্যানের ফ্লাগে, পায়ে পায়ে বল চলে।
ছন্দে ছন্দে গতিময়তায় বিপক্ষের হৃদয়ে কাঁপন তোলে
করতালি, উচ্ছ্বাসে-উচ্ছ্বাসে, রুদ্ধশ্বাসে আনন্দ-অশ্রু ভাসে।
মূহুমূহু আক্রমণ প্রতি আক্রমণে দু’পক্ষের লড়াইটা জমে
খেলার মাঝে দর্শকশ্রোতার জীবনে ক্ষণিক দুঃখ কমে।
ছন্দবদ্ধ গতি নৈপুণ্যের যাদু, মুগ্ধতায় সুখী বিশ্ববাসী
টানটান উত্তেজনা আনন্দ বেদনা চোখে-মুখে কান্না-হাসি।
গোলের তরে অপেক্ষার প্রহর, রক্ত কণায় কণায় টান
দেশের গৌরবে যুদ্ধ করে খেলোয়াড়, বিশ্বে রেখে যাবে মান।
খেলার এই উন্মাদনা ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে
বেঁচে থাকে মানব অন্তরে আজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ফুটবলের রথী মহারথীরা একে একে সবাই ঝরেই গেল
জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল কোথায় হারিয়ে গেল।
রোনালদো, মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজ, হ্যারিকেন
লুকাকো, হ্যাজার্ড, ওয়ের্নার হেরেও অন্তরে যে ঠাই পেল।
গ্রিজমান-এমবাপ্পে, মদরিচ-পেরিসিচ জুটির খেলায়
বিশ্ব মেতে ওঠে গতি নৈপুন্য আর ছন্দের দোলায় দোলায়।
বিশ্বকাপ ফুটবল আসর থেকে ঝরলো একত্রিশ দেশ
স্বপ্নের বিজয় কাপ ঘরে তুলে নিল ফ্রান্স হাসি হাসি মুখে।
দেখেছে বিশ্ব, জেগেছে বিশ্ব, শিখেছে খেলার অনিন্দ্য কৌশল,
নতুন ভাবে নতুন পণে, রণাঙ্গনে আসবে অদম্য দল।।
১৫ জুলাই, ২০১৮।। শ্যামলী, ঢাকা।।
No comments:
Post a Comment