Tuesday, August 7, 2018

আগামীর সন্তান – মাজু ইব্রাহীম



হে আগামীর সন্তানেরা
তোমরা এগিয়ে এসো-
ভাঙ্গো প্রথার ধার?
রবে কি চিরদিন বঙ্গকাশে
আলোহীন আধাঁর।
দু’সূর্য্যের চির আধিপত্যে
পুড়ে ছারখার,
চাঁদ খানাও নিথর সদা
নেই তার পার।
বার বার জন দূভোর্গ
খুন,ঘুম, হানাহানি-
রক্তপাত চলছে অবিরাম
দুর্বল টানছে ঘানি।
ক্রন্দন আর চিৎকার যেন
দিকে দিকে বার বার,
কলমের বদলে চাপাতি
কে আজ ছাত্র কার?
হে আগামীর সন্তানেরা
কাঁদিতে চাইনা?
একটু বাঁচতে চাই-
এক ঝলক হাসতে চাই।
দেখিতে চাই এক আকাশে
এক সূর্য্যদয়-
চলিতে চাই আগামীর পথে
শান্তিতে নির্ভয়।

No comments:

Post a Comment