ভালোবেসে তোরে মন দিয়ে হায়
করেছি যে মস্ত বড় ভুল,
তোর বুকের ভেতর কখনো আমি
পাইনি খুঁজে কোন কূল ।
করেছি যে মস্ত বড় ভুল,
তোর বুকের ভেতর কখনো আমি
পাইনি খুঁজে কোন কূল ।
দিনে দিনে দু’জনার মাঝে
বাড়ছে শুধুই রেষ আর রেষ,
ভালোবাসাই অপরাধ আমার
তাইতো পুড়ে হচ্ছি শেষ।
বাড়ছে শুধুই রেষ আর রেষ,
ভালোবাসাই অপরাধ আমার
তাইতো পুড়ে হচ্ছি শেষ।
অবশেষে তুই আবার এলি ফিরে
এখন দরকার নেই সীমানার,
জাত-কূল যা যাবার সেতা গেলো
তাই ধার-ধারি না কারো আর।
এখন দরকার নেই সীমানার,
জাত-কূল যা যাবার সেতা গেলো
তাই ধার-ধারি না কারো আর।
সীমাহীন দূরে ঐ নীল আকাশ
মাটির কাছে না টেনে আনা যায়,
হাজার দূরত্ব তাদের মাঝে তবু
তাদের ও মিলনটা হয়ে যায়।
মাটির কাছে না টেনে আনা যায়,
হাজার দূরত্ব তাদের মাঝে তবু
তাদের ও মিলনটা হয়ে যায়।
বলবি তুই কেমন করে এটা
মিথ্যে বলে সাজাচ্ছি কবিতা,
না মিথ্যে নয় এতে আছে সত্যতা
আমার কাছে আছে সেই ছবিটা।
মিথ্যে বলে সাজাচ্ছি কবিতা,
না মিথ্যে নয় এতে আছে সত্যতা
আমার কাছে আছে সেই ছবিটা।
আকাশ ও মাটির মিলন হয় সেটা
এতো দূরত্ব থাকার ও পড়ে,
তুই আর আমি তো একি দুনিয়ার
তাহলে কেনো তোরে পাবো না ফিরে।
এতো দূরত্ব থাকার ও পড়ে,
তুই আর আমি তো একি দুনিয়ার
তাহলে কেনো তোরে পাবো না ফিরে।
প্রতীক্ষার অবসান হলো অবশেষে
বদ্ধশ্বাস আমার পেয়েছে জোর,
অবশেষে তুই আর আমি এক হয়ে
অন্ধকার চিরে এনেছি ভোর।
বদ্ধশ্বাস আমার পেয়েছে জোর,
অবশেষে তুই আর আমি এক হয়ে
অন্ধকার চিরে এনেছি ভোর।
অবশেষে ইতিহাস হলো গদ্যে পদ্যে
ছন্দে উপন্যাসে কাহিনী গাঁথা,
অধীনতা স্বাধীনতা সুখ দুঃখ মিলেমিশে
লিখা হবে নতুন কাহিনী নতুন পাতা।
ছন্দে উপন্যাসে কাহিনী গাঁথা,
অধীনতা স্বাধীনতা সুখ দুঃখ মিলেমিশে
লিখা হবে নতুন কাহিনী নতুন পাতা।
No comments:
Post a Comment