অপরূপ সুন্দর এই দেশে সূর্য উঠে পূর্বদিকে
পান্তা বাসি খেয়ে কৃষক খুব সকালে উঠে
লাঙল গরু দিয়ে চাষ করতে যায় মাঠে।
পান্তা বাসি খেয়ে কৃষক খুব সকালে উঠে
লাঙল গরু দিয়ে চাষ করতে যায় মাঠে।
গ্রামের মেঠো পথটি ধরে গরুর গাড়ি চলে
রাখাল বন্ধু বাঁশী বাজায় বসে কদম তলে
নানান ফসল খেলা করে ষড়ঋতুর এই আবেশে ৷
রাখাল বন্ধু বাঁশী বাজায় বসে কদম তলে
নানান ফসল খেলা করে ষড়ঋতুর এই আবেশে ৷
সবুজ শ্যামল মায়ায় ঘেরা স্বর্গের লীলাভূমি
খাল বিল নদী মাছের খনি দেখে জুড়ায় চোখেরমনি
মায়ের মত এমন দেশটি কোথায়ও পাবে না তুমি।
খাল বিল নদী মাছের খনি দেখে জুড়ায় চোখেরমনি
মায়ের মত এমন দেশটি কোথায়ও পাবে না তুমি।
মায়াবী চিত্র ফুটে পশ্চিমে সে মিলায় শেষে
পাখি বসে বৃক্ষ শাখে রক্তিমলাল দিগন্ত ঢাকে
দূরের বিলে পদ্ম ফুটে মিটি মিটি হাসে ।
পাখি বসে বৃক্ষ শাখে রক্তিমলাল দিগন্ত ঢাকে
দূরের বিলে পদ্ম ফুটে মিটি মিটি হাসে ।
মাঠে মাঠে সোনার ফসল হাওয়ায় খেয়ে দোলে
সবুজ-শ্যামল মাঠ প্রান্তরে ফুলে ফলে ভরে
পালকি চড়ে নব বধূ শ্বশুর বাড়ি যায় চলে।
সবুজ-শ্যামল মাঠ প্রান্তরে ফুলে ফলে ভরে
পালকি চড়ে নব বধূ শ্বশুর বাড়ি যায় চলে।
বর্ষা এলে গ্রাম গুলো দ্বীপের মত ভাসে
বাদল-ধারা ছিন্নমূল এ মনে আনন্দ আসে
চির চেনা বাংলার বুকে দিন কাটে কত যে সুখে ৷
বাদল-ধারা ছিন্নমূল এ মনে আনন্দ আসে
চির চেনা বাংলার বুকে দিন কাটে কত যে সুখে ৷
No comments:
Post a Comment