Tuesday, August 7, 2018

পাথর সময় – মাহমুদশাহ




অামাতে অামি অামার বিকল্প খূঁজি,
অাত্মবিসর্জনেও সত্যিটা জানার অাগ্রহ,
মনের অজান্তে নিজেকে বিসর্জন দেই
অাত্মবিশ্বাস ছাড়া নেই অন্য পূঁজি।
কঠিন সময়ের ব্যাবধানে সবই তুচ্ছার্থে
পূঁজারী ফুল হাতে কষ্টের নিমন্ত্রণে
অাচমকা ঝরো হাওয়া বদলে দেয় সবকিছু,
দেবতাকে ডাকি শুধুই  নিজের স্বার্থে।
মায়াবোধের গোলক ধাঁধায় সবাই অাপন,
সময়ের প্রয়োজনে পথচলার সাথী খূঁজি,
গন্তব্যের শেষে কেউ থাকেনা পাশাপাশি,
মিছে সবকিছু অাত্মার অাত্মীয় বন্ধন।
মনের দোলনায় দোলে প্রভাতী ভৈরবী,
যুগের রবি উঠে মহাকাশ ফুঁড়ি মন অাকাশে,
হাসিতামাশার দিন এলো বুঝি ধরায়,
মনবৈরাগী খূশীর সাধে দুঃখ ভুলেছে সবি!
ক্ষুধিত মনের ক্ষুধা মিটে গেছে অল্প অল্প করে,
রক্ত-লেখায়  সর্বনাশ ভুলে গেছে সব থেকে,
ক্ষেপা হৃদয়ের অগ্নি নিঁভে যায় সূহৃদের বাণে
স্বপ্নের দিন গুনে অভিবাদনের ডালা রেখেছি ভরে।

No comments:

Post a Comment